কলকাতা: আগামী ১০ মার্চ ব্রিগেডে সভা করবে তৃণমূল (TMC)। পাঁচ বছর পর কলকাতার ব্রিগেড (Brigade) ময়দানে সমাবেশের (Meeting) ডাক দিল তৃণমূল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটের নেতাদের কলকাতায় নিয়ে এসে ব্রিগেড সমাবেশ করেছিল তৃণমূল। রবিবার সেই সমাবেশের পোস্টার দলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। তাতে ছবি রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইদানীংকালে ব্রিগেডে সমাবেশ করেনি তৃণমূল। সম্প্রতি সেখানে গীতপাঠের আয়োজনে ব্রিগেড সমাবেশ করেছিল কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। সিপিএমের যুব সংগঠন একটি ব্রিগেড সমাবেশেরও আয়োজন করে।
কয়েক বছর ধরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। রাজ্য বরাদ্দ না পাওয়ায় তা নিয়ে ধরনা হয়েছ দিল্লি, কলকাতাতে। ব্রিগেডেও সেই দাবিকে সামনে রেখে সমাবেশ হবে বলে তৃণমূল সূত্রে খবর। ইতিমধ্যে ১ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখনই লোকসভা ভোটের দামামা বেজে যাবে বলে মনে করা হচ্ছে। তারপর আরও দুটি সভা রয়েছে প্রধানমন্ত্রীর। ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের সভাও তাই লোকসভা ভোটকে সামনে রেখেই।
আরও পড়ুন: সন্দেশখালিতে তৃণমূলের অঞ্চল সভাপতিকে তাড়া গ্রামবাসীদের
আরও খবর দেখুন