রাতভর বৃষ্টিতে ভেসে গেল দেবখাল সেতুর একাংশ। বৃষ্টির জেরে খালের জল বেড়ে ছোট্ট সেতু জলের তলায় চলে যাওয়াতে পারাপারে সমস্যায় পড়লেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ।
বাঁকুড়ার ইন্দাস ব্লকের দেবখালের একদিকে রয়েছে করিশুণ্ডা অন্যদিকে রয়েছে শান্তাশ্রম। ঘুরপথে রাস্তা থাকলেও তাড়াতাড়ি যেতে এই রাস্তা ব্যবহার করা হয়। কিন্তু প্রবল বৃষ্টির ফলে এই দুই গ্রামেই জল ঢুকেছে। বৃহঃস্পতিবার রাতে এই দেবখালের জলস্তর বৃদ্ধি পায়। আর তার জেরেই খালের জল বইতে শুরু করেছে সেতু উপর দিয়ে।
শুক্রবার সকালে সেই জলস্তর আরও বৃদ্ধি পায়। সেতুর উপর দিয়ে এক হাঁটু জল বইতে শুরু করেছে। সেই জল পেরিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। স্থানীয়দের দাবী, দীর্ঘদিন ধরে সেতু উঁচু করার দাবী জানানো হলেও স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক ও জেলা প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। ফলে প্রতি বর্ষাতেই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষকে।