রাঁচি: অভিষেককারী বাংলার পেসার আকাশ দীপের (Akash Deep) সৌজন্যে চতুর্থ টেস্টের শুরুটা হয়েছিল বিধ্বংসী। ১১২ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। তারপর জো রুট (Joe Root) এবং কিছুটা বেন ফোকসের (Ben Foakes) কৃতিত্বে সামলে যায় ইংল্যান্ড। দিনের শেষে সাত উইকেট হারিয়ে ৩০২ করেছে তারা। রুট ১০৬ রানে অপরাজিত। স্বাভাবিকভাবেই ভারত কিছুটা ব্যাকফুটে। এবং এর জন্য খানিকটা সমালোচিত হচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। স্ক্যানারের তলায় তাঁর অধিনায়কত্ব।
রাঁচিতে প্রথম দিন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ২২ এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ২৭ ওভার বল করেছেন। কিন্তু আর এক স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) দেওয়া হল মাত্র ১০ ওভার। প্রাক্তন ভারতীয় পেসার রুদ্রপ্রতাপ সিং (RP Singh) সহ একাধিক প্রাক্তন মনে করছেন, কুলদীপকে দিয়ে আরও বল করানো উচিত ছিল রোহিতের।
আরও পড়ুন: রাঁচিতে রুট মার্চ! এক ‘আকাশ’ স্বপ্ন নিয়ে জ্বলল ‘দীপ’
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৯)
এক টিভি চ্যানেলকে আরপি বলেন, “বোলাররা খুবই পরিশ্রম করেছে। অশ্বিন, জাদেজা এবং দুই ফাস্ট বোলার খুবই চেষ্টা করেছে। সিরাজ প্রথম স্পেলের থেকে দ্বিতীয় স্পেলে বেশি ভালো বল করেছে। একমাত্র যেটা নিয়ে আমার সংশয় আছে তা হল, কুলদীপকে যতটা ব্যবহার করা উচিত ছিল ততটা করানো হয়নি। জাদেজা-অশ্বিনকে বেশি বল করানো হয়েছে তাই কুলদীপ বেশি বল পায়নি।”
শুধু আরপি সিং নন, কুলদীপকে আরও কিছু ওভার করানো যেত তা ইংরেজি ধারাভাষ্যকাররাও বলছিলেন। রাজকোটে ইংল্যান্ডের প্রথম ইনিংসে দারুণ বোলিং করেন চায়নাম্যান বোলার। ফোকস তো ধরতেই পারছিলেন না কোন বল কোন দিকে ঘুরবে। আজ সেই ফোকস মূল্যবান ৪৭ রান করে গেলেন।
দেখুন অন্য খবর: