Placeholder canvas
HomeBig newsবিশ্বকাপের সেমিফাইনালের আগে ওয়াংখেড়েতে গ্রেনেড হামলার হুমকি

বিশ্বকাপের সেমিফাইনালের আগে ওয়াংখেড়েতে গ্রেনেড হামলার হুমকি

মুম্বই: বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে গ্রেনেড হামলার হুমকি। বুধবার মুম্বই পুলিশকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এমনই টুইট করে বলে অভিযোগ। সেই হুমকি টুইটকে ঘিরে সেমিফাইনাল ম্যাচের আগে আতঙ্কের পরিবেশ তারি হয়েছে মুম্বই জুড়ে।

মুম্বই পুলিশ জানিয়েছে, ওই যুবক তার এক্স হ্যান্ডেলের পোস্টে লেখে, আজ বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে ওয়াখেড়ে স্টেডিয়ামে গ্রেনেড হামলা করা হবে। সেইসঙ্গে ওই পোস্টে বেশকিছু আগ্নেয়াস্ত্র, বুলেট সহ গ্রেনেডের ছবিও পোস্ট করে তিনি। এরপরই মুম্বই পুলিশের তরফে তৎপরতা শুরু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম চত্বর কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। আশপাশের এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। স্টেডিয়াম চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে সেমিফাইনালের আগে এমন হুমকি টুইট ঘিরে বেশ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়। তবে কে বা কারা এই টুইট করেছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন: চাঁদার জুলুম, বাধা দিতেই অতিরিক্ত পুলিশ সুপারকে মার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments