আমেদাবাদ: নাটকের যাবতীয় দৃশ্যাবলি শেষ। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) এবার ক্লাইম্যাক্স। সম্মুখ সমরে ভারত ও অস্ট্রেলিয়া। ১৪ অক্টোবর এই মাঠেই ভারত-পাকিস্তান খেলা হয়েছিল। সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছিল আমেদাবাদ (Ahmedabad) শহরের হোটেলের ভাড়া। এবার বিশ্বকাপ ফাইনাল, তাই হোটেল হোমস্টেগুলো দাম চড়িয়ে ১০ গুণ, ২০ গুণ করে। গুজরাতের ফেডারেশন অফ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ম্যানেজমেন্ট (FHRM) জানাচ্ছে, ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দেখতে আসা ফ্যানরা ৫০,০০০ থেকে ১,২৫,০০০ টাকা পর্যন্ত খরচ করতে ইচ্ছুক।
পূর্বোক্ত সংস্থার সভাপতি নরেন্দ্র সোমানি বলছেন, “ভারত ফাইনালে উঠেছে এবং উত্তেজনা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। দুবাই, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া থেকেও লোকজন এসে ম্যাচ দেখতে চাইছে। ২০,০০০ টাকার ঘরের ভাড়া ৫০,০০০ থেকে ১,২৫,০০০ টাকা হয়ে দাঁড়িয়েছে।”
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও দঃ আফ্রিকা সিরিজেও নেই হার্দিক!
#WATCH | Gujarat: On the increase of hotel rent due to the ICC World Cup Final scheduled in Ahmedabad, President of the Federation of Hotel & Restaurant Association of Gujarat, Narendra Somani says, “India has reached the finals and the excitement is seen not just in India but… pic.twitter.com/imTxieOXeQ
— ANI (@ANI) November 16, 2023
কোভিড-পরবর্তী সময়ে আইসিসি বিশ্বকাপ (ICC CWC 2023) হোটেল ব্যবসায় জোয়ার এনেছে। ১৪ অক্টোবর ভারত-পাক ম্যাচের দিন হোটেল এবং এয়ারবিএনবি (AirBNB) ব্যবসায় প্রথমবার চড়া লাভ এসেছিল। এয়ারবিএনবি ওয়েবসাইটে ভাড়া বেড়েছিল ২০ গুণ। স্টেডিয়াম থেকে ২৫০ মিটার দূরে অবস্থিত দুই বিএইচকে অ্যাপার্টমেন্টের এক রাতের ভাড়া হয়েছিল ৮১,০০০ টাকা।
ফাইনালের জন্য এর চেয়েও দাম বাড়ছে। কিছু কিছু হোমস্টে-র মালিকরা আবার এয়ারপোর্ট থেকে হোমস্টে আসার জন্য বিনামূল্যে গাড়ির ব্যবস্থা করছে। যে থাকার জায়গার ভাড়া এমনিতে ৩৫,০০০ প্রতি রাতে, ফাইনালের দিন তার ভাড়া ১,০০,০০০ টাকা। প্রসঙ্গত, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ছাড়া আরও চারটে ম্যাচ আয়োজিত হয়েছে এবং সেগুলো সবই বড় ম্যাচ। উদ্বোধনী ম্যাচে এই মাঠেই মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এর পর ভারত-পাক মহারণ, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড এবং আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা হয়েছে।