skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollফের বাতিল কলকাতা ডার্বি, কারণ কী?
Kolkata Derby

ফের বাতিল কলকাতা ডার্বি, কারণ কী?

তাহলে কবে হবে কলকাতা ডার্বি?

Follow Us :

কলকাতা: এ মরসুমের আইএসএলে (ISL 2023-24) আগে একবার কলকাতা ডার্বি (Kolkata Derby) বাতিল হয়ে গিয়েছিল। বাতিল হওয়ার কারণ সে সময় চলছিল দুর্গাপুজো। সেই কারণে কলকাতা পুলিশ (Kolkata Police) নিরাপত্তা দিতে পারেনি। এবারও একই কারণ। আগামী ১০ মার্চ রবিবার ডার্বি হওয়ার কথা ছিল। আয়োজক ইস্টবেঙ্গলকে (East Bengal) চিঠি দিয়ে কলকাতা পুলিশ জানিয়েছে, তারা উপযুক্ত নিরাপত্তা প্রদানে অসমর্থ। কারণ সেদিনই ব্রিগেডে রাজনৈতিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: জামশেদপুরের বিরুদ্ধে ৩ পয়েন্টের আশায় মোহনবাগান

মুখ্যমন্ত্রীর জনসভায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ফলে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন হবে শহরে। এর উপর আবার ডার্বির জন্য বাহিনী দেওয়া সমস্যার। এর অর্থ ১০ মার্চের ডার্বি বাতিল হতে চলেছে।

তাহলে কবে হবে কলকাতা ডার্বি?

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৩)

শোনা যাচ্ছে, বাঙালির বড় ম্যাচ হয় একদিন এগিয়ে (৯ মার্চ) অথবা একদিন পিছিয়ে (১১ মার্চ) দেওয়ার পরিকল্পনা রয়েছে আইএসএল কর্তৃপক্ষের। তবে ৯ তারিখ হবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। কারণ ৬ মার্চ গোয়ায় অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে ইস্টবেঙ্গল। ৬০ ঘণ্টার মধ্যে সেখান থেকে ফিরে আবার ম্যাচ খেলা খুবই কঠিন। তাছাড়া ব্রিগেডের সমাবেশে যোগ দিতে আগের দিন থেকেই স্রোতের মতো মানুষ ঢুকবে শহরে। তাই আগের দিন থেকে তৎপর থাকবে পুলিশ বাহিনী। তাই ১১ তারিখকেই সম্ভাব্য তারিখ বলে মনে হচ্ছে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular