skip to content
Wednesday, January 22, 2025
Homeখেলাপ্রথম টেস্ট জয় আয়ারল্যান্ডের! ম্যাচ জয়ের নায়ক অ্যান্ডি বলবির্নি
Afghanistan v Ireland

প্রথম টেস্ট জয় আয়ারল্যান্ডের! ম্যাচ জয়ের নায়ক অ্যান্ডি বলবির্নি

Follow Us :

ওভাল: আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসে রেড লেটার ডে। প্রথমবার টেস্ট ম্যাচ জেতার স্বাদ আস্বাদন করলেন আইরিশ ক্রিকেটারেরা। শুক্রবার তারা আফগানিস্তানকে পরাজিত করলো ৬ উইকেটে। আয়ারল্যান্ডের এই টেস্ট জয়ের নায়ক অধিনায়ক অ্যান্ডি বলবির্নি।

বুধবার থেকে শুরু হওয়া টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। তবে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। মাত্র ৫৪.৫ ওভারে ১৫৫ রানেই প্রথম ইনিংস শেষ হয়। ওপেনার ইব্রাহিম জাদরান (৫৩) এবং করিম জনত (৪১) বাদে বাকিরা ব্যর্থ। জবাবে কার্টিস ক্যামফার (৪৯), পল স্টার্লিং (৫২) এবং লোরগান টাকারের (৪৬) ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ২৬৩ রান তোলে আয়ারল্যান্ড।

দ্বিতীয় ইনিংসেও আফগানিস্তান লড়াই করতে পারেনি। প্রথম ইনিংসের থেকে একটু ভাল খেলে তারা। হাসমাতুল্লা শাহিদি (৫৫) এবং রহমানুল্লা গুরবাজ়ের (৪৬) সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ২১৮ তোলে তারা। আয়ারল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ১১১ রান। রান তাড়া করতে নেমে দ্রুত চারটি উইকেট পড়ে গিয়েছিল আইরিশদের। কিন্তু অধিনায়ক বলবির্নি (অপরাজিত ৫৮) এবং টাকারের (অপরাজিত ২৭) দাপটে ছয় উইকেটে জিতে যায় আয়ারল্যান্ড।

অন্য খবর দেখতে ক্লিক করুন:

RELATED ARTICLES

Most Popular