কলকাতা: আগামী ৬ মার্চ বারাসতের কাছারি ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তৃণমূল শুক্রবার জানিয়েছে, মোদির ওই সভার পর দিনই কলকাতায় মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহিলা তৃণমূলের মিছিলে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত হাঁটবেন মমতা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে তার একদিন আগে ৭ মার্চ ওই মিছিল হবে।
রাজনৈতিক মহলের মতে, ৬ মার্চ সন্দেশখালি নিয়ে প্রধানমন্ত্রী আক্রমণ করতে পারেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। শুক্রবার আরামবাগের সভাতেও প্রধানমন্ত্রীর বক্তৃতার বেশিরভাগ ছিল সন্দেশখালি, সেখানে মহিলাদের অত্যাচার নিয়ে। রাজ্য বিজেপি চাইছে সন্দেশখালির নির্যাতিত মহিলাদের কাউকে প্রধানমন্ত্রীর মঞ্চে আনা হবে। লোকসভা ভোটে বিজেপি সন্দেশখালি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে নারী বিরোধী ধারণা নির্মাণ করতে চাইছে। ইতিমধ্যে ৭ মার্চ তৃণমূলের মিছিলের স্লোগান ঠিক হয়েছে, মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার।
আরও পড়ুন: নিজেকে সিস্টেমে মিসফিট বললেন কুণাল ঘোষ
আরও খবর দেখুন