Placeholder canvas
HomeBig newsঅধিনায়ক হতে রাজি ছিলেন না রোহিত! কী বলছেন সৌরভ

অধিনায়ক হতে রাজি ছিলেন না রোহিত! কী বলছেন সৌরভ

কলকাতা: বিশ্বকাপে (CWC 2023) অপ্রতিরোধ্য ভারত (India)। আট ম্যাচের আটটাতেই জিতে সেমিফাইনালের বার্থ সবার আগে পাকা করেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। রোহিতের নেতৃত্বে এক যুগ পর বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ১৪০ কোটি ভারতবাসী। অথচ এই মানুষটাই প্রথমে অধিনায়ক হতে চাননি। এই নিয়েই কলকাতা টিভির এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কথা বললেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

সৌরভ বোর্ড সভাপতি থাকাকালীনই নেতৃত্বের দায়িত্ব বিরাট কোহলির (Virat Kohli)  থেকে রোহিতের কাঁধে এসেছিল। সৌরভের আমলেই রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) সিনিয়র দলের কোচ করা হয়। সেক্ষেত্রেও বিস্তর টালবাহানা হয়। মহারাজ বলেন, “রোহিতের ক্ষেত্রে পরিস্থিতি এমন হয়েছিল যে, তাঁকে বলা হয়েছিল, তোমাকে হ্যাঁ বলতেই হবে, নয়তো অধিনায়ক করেই দেব। কারণ ও ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন। কোহলি ছাড়ার পর ওই নেতৃত্ব দেওয়ার সেরা লোক ছিল।”

আরও পড়ুন: শ্রেষ্ঠত্ব প্রমাণ করেই চলেছে বিরাট: ভিভ রিচার্ডস

রোহিত কেন অধিনায়ক হতে চাইছিলেন না? এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, “জানি না, হয়তো বহুল পরিমাণ ক্রিকেট। টেস্ট, ওয়ান ডে, টি২০, আইপিএল, ও আইপিএলের অধিনায়ক, ওকে অনেক চাপ নিতে হচ্ছিল। তবে ভারতীয় দলের অধিনায়কত্বের থেকে বড় কিছুই হতে পারে না। আমি খুশি যে ও দায়িত্ব নিয়েছিল, আর ভারত বিশ্বকাপে এত ভালো খেলছে, আমি আরও খুশি।”

রাহুল দ্রাবিড়কে কোচ করা নিয়েও সে সময়ে অনেক ঝামেলা হয়েছিল। দ্রাবিড় তখন যুব দলের দায়িত্বে ছিলেন, সিনিয়র দলের সঙ্গে কাজ করতে প্রথমটায় রাজি হননি। তা নিয়ে সৌরভ বলেন, “হ্যাঁ, কোচিং করতে হলে অনেকটা সময় বাইরে কাটাতে হয়। দ্রাবিড়ের দুটো ছোট্ট সন্তান, তার উপর সারাজীবন ক্রিকেট ছেলেছে। তাই ব্যাপারটা সহজ ছিল না। তবে ভারতীয় ক্রিকেটের কথা ভেবে ও রাজি হয়েছিল।” বিশ্বকাপের পর কি দায়িত্ব ছেড়ে দেবেন দ্য ওয়াল? সৌরভ জানালেন, তিনি জানেন না, এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা হয় না।

Kolkata TV Exclusive | টাইমড আউট বিতর্কে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

RELATED ARTICLES

Most Popular

Recent Comments