Placeholder canvas

Placeholder canvas
HomeScrollআউট নিয়ে অসন্তোষ, শাস্তি পেলেন বিরাট কোহলি
Virat Kohli

আউট নিয়ে অসন্তোষ, শাস্তি পেলেন বিরাট কোহলি

তাঁর মনে হয়েছিল, কোমরের উপরে ফুলটস হওয়ায় নো বল ছিল

Follow Us :

কলকাতা: আচরণ বিধি লঙ্ঘন করার দায়ে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হল বিরাট কোহলির (Virat Kohli)। রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কেকেআরের (KKR) বিরুদ্ধে ম্যাচে আউটের সিদ্ধান্তে একেবারেই খুশি হননি তারকা ব্যাটার। মাঠেই আম্পায়ারদের সামনে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। মাঠ ছাড়ার পরেও শান্ত হননি কোহলি। আইপিএলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাঁকে আচরণ বিধির ২.৮ ধারায় লেভেল ১ দোষে দোষী সাব্যস্ত করেছে।

আরসিবি (RCB) ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে কোহলিকে স্লোয়ার দিতে গিয়ে ফুলটস দিয়ে বসেন হর্ষিত রানা (Harshit Rana)। বলটা প্রায় বুকের কাছে ছিল, কোহলি ঠিক এমন বল আশা করেননি। কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে কোনওমতে ব্যাটে লাগান। সেই বল বোলারের হাতে লোপ্পা ক্যাচ হয়ে জমা পড়ে। কোহলি সঙ্গে সঙ্গে রিভিউ নেন।

আরও পড়ুন: রিয়াল মাদ্রিদকে এল ক্লাসিকো জেতালেন বেলিংহ্যাম

তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে তুমুল ক্ষুব্ধ হন কোহলি। তাঁর মনে হয়েছিল, কোমরের উপরে ফুলটস হওয়ায় নো বল ছিল, তাই রিভিউও নিয়েছিলেন। কিন্তু থার্ড আম্পায়ার আউট দেন। জায়ান্ট স্ক্রিনে আউট লেখা দেখেই ক্ষুব্ধ হন কোহলি, মাঠের আম্পায়ারদের সামনে স্পষ্টই বিষোদগার করেন। সেই আচরণের ফল ভুগতে হল তাঁকে।

 

টিভি রিপ্লেতে দেখা যায়, বল কোহলির কোমরের উপরেই ব্যাটে লেগেছে, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন ব্যাটিং ক্রিজের বাইরে। তিনি স্টান্সই নিয়েছিলেন ক্রিজের বাইরে। নিয়মানুযায়ী এক্ষেত্রে নো বল হয় না। তার উপর বলের অভিমুখ ছিল উপর থেকে নীচের দিকে। কোহলি ক্রিজে থাকলে সম্ভবত কোমরের নীচে নেমে যেত।

রবিবার আন্দ্রে রাসেলের (Andre Russell) ক্ষেত্রেও একেবারে একই ঘটনা ঘটেছিল। তাঁকে বুক হাইটে ফুলটস করেন লকি ফার্গুসন। বল রাসেলের ব্যাট ছুঁয়ে দীনেশ কার্তিকের গ্লাভসে জমা পড়ে। রিভিউ করলে নো বল দেন থার্ড আম্পায়ার। কারণ রাসেল ক্রিজের ভিতরে দাঁড়িয়ে শট চালিয়েছিলেন। কিন্তু কোহলি তা করেননি, তাই আউট।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular