Placeholder canvas

Placeholder canvas
HomeTalk on Fcats | বিশ্বের রহস্যময় ৫ ছবি
Array

Talk on Fcats | বিশ্বের রহস্যময় ৫ ছবি

Follow Us :

মোনালিসা
পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আলোচিত এই ছবিটির চিত্রশিল্পী ইতালীয় রেনেসাঁর লিওনার্দো দ্য ভিঞ্চি। এই চিত্রকর্মটির নাম শোনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। মনে করা হয় ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তিনি এ ছবিটি এঁকেছিলেন। কিন্তু কে এই মোনালিসা? অনেক শিল্প গবেষক মনে করে থাকনে, পোর্ট্রেটের নারীকে ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর স্ত্রী লিসা গেরাদিনি। আবার প্রায় লোমহীন মুখটায় অনেকে দাড়ি লাগিয়ে স্বয়ং লিওনার্দোকেই আবিষ্কার করে ফেলেন। অনেকের মতে, এ চরিত্রটি লিওনার্দো দ্য ভিঞ্চির নারীসত্ত্বা! 

দ্য স্টারি নাইট
ভিনসেন্ট ভ্যান গগ গুণী চিত্রকরদের একজন। তার বিখ্যাত চিত্রকর্ম দ্য স্টারি নাইট পেয়েছে অগণিত মানুষের ভালোবাসা। অনেকের মতে, এটি তার জীবনের সেরা কাজ। ১৮৮৯ সালে জুন মাসে এ ছবিটি আঁকেন তিনি। মানসিক বিকারগ্রস্ত হয়ে নিজের কান নিজেই কেটে যখন হাসপাতালে ভর্তি হন তখন জানালার বাইরের রাতের দৃশ্যটি দেখে তিনি এই ছবিটি এঁকেছিলেন। ক্যানভাসের উপর তেল রঙে আঁকা ছবিটি বর্তমানে রয়েছে নিউ ইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টে।

গার্ল উইথ আ পার্ল ইয়ারিং
ডাচ চিত্রশিল্পী ইয়োহানেস ভারমিয়ারের কীর্তি আশ্চর্যময়ী এ বালিকার ছবিকে বলা হয়ে থাকে ‘মোনালিসা অব নর্থ’। ১৬৬৫ সালে ক্যানভাসের উপর তেলরঙে ছবিটি আঁকেন ভার্মিয়ার। মেয়েটির চাহনি, কিছু বলতে চাওয়ার অভিব্যক্তি, নীলরঙা স্কার্ফ আর বেশ বড় ওই মুক্তার কানের দুল একে একে অনেকগুলো গল্প বলে যায়। কানের ওই দুলটি মুক্তার না হয়ে পালিশ করা টিনের হলে ছবিটি ভিন্নমাত্রা পেত বলেই মনে করেন অনেকে। বর্তমানে ছবিটি সংরক্ষিত আছে নেদারল্যান্ডের হেগ শহরের মাওরিটশাওস জাদুঘরে।

দ্য ফ্লাওয়ার ক্যারিয়ার
দ্য ফ্লাওয়ার ক্যারিয়ার মেক্সিকান চিত্রশিল্পী দিয়েগো রিভেরার সেরা ছবিগুলোর একটি। ছবিটি বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ। সৌন্দর্য উপভোগ করার ফুসরত নেই শ্রমজীবীদের। ছবিটির সাবজেক্ট, যে ফুলের ঝুড়িটি কাঁধে করে উঠে দাঁড়াবার চেষ্টা করছেন, তার সে সুযোগ কোথায়? আমরা ধরে নিতেই পারি, পেছনের সাহায্যকারী নারীটি সাবজেক্টের স্ত্রী এবং কালো বর্ণ ও শারীরিক গঠন বলে দেয় যে তারা মেক্সিকান। ছবিটিতে মেক্সিকোর সামাজিক রীতিনীতির একটি দিক ভালোভাবে ফুটে উঠেছে। শারীরিক আকার আর কাজের সামর্থ্যের প্রশ্নে চিত্রশিল্পী আমাদের ঠিক কী বোঝাতে চেয়েছেন তা সচেতন পাঠকরা বুঝতে পারবেন।

আর্নোফিনি পোর্ট্রেইট
নর্দার্ন রেঁনেসার একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি য্যান ভ্যান আইক। তার সেরা কাজ আর্নোফিনি পোর্ট্রেইট। তিনি এঁকেছিলেন ১৪৩৪ সালে, বর্তমানে তা সংরক্ষিত আছে লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে। অনেকে মনে করেন, এটি পৃথিবীর সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ চিত্রকর্ম। চিত্রে নারীটি গর্ভবতী। ঘরের আসবাবপত্র, সাজসজ্জা, পোশাক বুঝিয়ে দিচ্ছে ছবিটি ধনী পরিবারের। উপরে ঝুলতে থাকা ঝাড়বাতিতে একটি মাত্র মোমবাতি জ্বলছে, যা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করে। আবার ভ্যান আইক ঝাড়বাতির ঠিক নিচে আঁকিয়ের স্বাক্ষরের ঢঙে জানান দিয়েছেন নিজের উপস্থিতির কথা। তিনি লিখেছেন, ‘জোহানেস ভ্যান আইক এখানে উপস্থিত ১৪৩৪!’ কিন্তু সবকিছু ছাপিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পরিবারটির সম্ভ্রান্তের প্রতীক আয়নাটি। আয়নাটিকে লক্ষ্য করলে দেখা যায়, দুজন অতিথি এসেছেন বাড়ির দরজায়, বাড়ির কর্তা হয়তো তাই হাত উঁচু করে অভিবাদন জানাচ্ছেন ওদের। ছবিটি আরও বেশি আগ্রহ উদ্দীপক হয়ে ওঠে যখন দেখা যায় আয়নায় চারপাশে বাড়তি অংশগুলোতে আরও দশটি মিনিয়েচার এঁকেছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Hasnabad BJP | হাসনাবাদে BJP নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ, ‘NSG-র রোবটিক ডিভাইস যাবে না?’
05:10
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | বাম ছাত্র সংগঠনের SSC ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার
16:37
Video thumbnail
Hasnabad BJP | হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণে জখম গৃহবধূ!
07:26
Video thumbnail
৪টেয় চারদিক | সন্দেশখালিতে শুভেন্দুর RDX তত্ত্ব, পাল্টা প্রশ্ন করে কমিশনকে চিঠি তৃণমূলের
39:03
Video thumbnail
Hasnabad BJP | হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, দিলীপ দাসকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
04:33
Video thumbnail
Sandeshkhali TMC | সন্দেশখালিতে CBI-NSG, মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ তৃণমূলের
06:01
Video thumbnail
TMC | সাংবাদিক বৈঠক থেকে কী বলল তৃণমূল, দেখুন ভিডিও
01:31
Video thumbnail
Sandeshkhali CBI | জমি দখলের অভিযোগের তদন্তে সরবেড়িয়ার একাধিক জায়গায় সিবিআই
05:00
Video thumbnail
Mamata Banerjee | 'পুলিশকে খলিস্তানি বললেও প্রতিবাদ করেননি কেন?' : মমতা
24:05
Video thumbnail
Sandeshkhali CBI | পোর্টালে অভিযোগ পেয়ে ফের সন্দেশখালিতে সিবিআই
03:21