Placeholder canvas

Placeholder canvas
Homeটক অন ফ্যাক্টসTalk on Facts | কেন হয়েছে 'দেড়' 'আড়াই'-এর প্রচলন?

Talk on Facts | কেন হয়েছে ‘দেড়’ ‘আড়াই’-এর প্রচলন?

Follow Us :

আচ্ছা ঘড়ির কাঁটা ঠিক যখন  ১.৩০  কিংবা ২.৩০ টার ঘরে পৌঁছায়  তখন কেন আমরা দেড়টা বা  আড়াইটা বলি? কেন ‘সাড়ে একটা’ বা সাড়ে দুটো’ ব্যবহার করিনা ? এমন হওয়ার কারণ কি? অথবা ৩.৩০ এরপর থেকে সর্বক্ষেত্রে সাড়ে বলি কিন্তু কোনও? ছোটবেলা থেকে এই প্রশ্ন একাধিকবার মাথায় এসেছে।

কেন এমন হয়? আসলেই কি রয়েছে এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ?

প্রাচীন ভারতের ভাষার ইতিহাস রয়েছে এর পিছনে। আসলে প্রাচীনকাল থেকেই ভারতে দেড়, আড়াই ও তিন গণনা পদ্ধতি চালু ছিল । ভগ্নাংশের হিসাবেই এই শব্দ গুলির বর্ণনা করা হয়ে থাকে। পুরনো দিনে ভগ্নাংশ হিসাব করতে এই শব্দগুলো ব্যবহার করা হতো। বর্তমানেও রয়ে গেছে সেই প্রচলন।

কেন হয়েছে ‘দেড়’ ‘আড়াই’-এর প্রচলন?

ভাষাবিদদের মতামত অনুযায়ী, ১-এর অর্ধেক ও ২-এর অর্ধেক অঙ্কের ব্যবহার প্রচলিত ছিল সেই প্রাচীন কাল থেকে । তাই ভারতীয় গণিতে ‘সাড়ে একটা’ এবং ‘সাড়ে দুটো’ শব্দের বদলে শব্দ দ্রুত উচ্চারণ করার জন্য সেই যুগের মানুষেরা ‘দেড়’ ও ‘আড়াই’ এই দুটি শব্দ ব্যবহার প্রচলন করেন। আর তখন থেকেই এই প্রথা বলে মনে করা হয়।

RELATED ARTICLES

Most Popular