কলকাতা: আজ ৪২টি লোকসভা কেন্দ্রের সঙ্গেই রাজ্যে দুটি উপনির্বাচনের ভোট গণনা চলছে। বরানগর এবং ভগবানগোলা। বরানগর উপনির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই। যেখানে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। তাঁর বিপরীতে রয়েছেন কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ (Sajal Ghosh)। আবার সজল-সায়ন্তিকার সঙ্গেই জোর টক্করে আছেন বামেদের তন্ময় ভট্টাচার্য।
আরও পড়ুন: বসিরহাটে সাড়ে ৩ লক্ষ-র বেশি ভোটে এগিয়ে তৃণমূল
এখনও পর্যন্ত বরানগর বিধানসভার উপনির্বাচনে (Baranagar Assembly By-Election) ১২১ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ। অন্যদিকে, ভগবানগোলা উপনির্বাচনে (Bhagwangola Assembly By-Election) তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার, ১১২৮১ ভোটে এগিয়ে আছেন।
দেখুন ভোটের আরও খবর