ভাটপাড়া: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের (Barrackpore Lok Sabha) বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh)-কে মেসেজ পাঠিয়ে খুনের হুমকির অভিযোগ (Threat Message)। যেখানে দাবি করা হয়েছে আগামী ২৯ তারিখ তাঁকে হত্যা করা হবে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ব্যারাকপুরের নগরপাল এবং অর্জুন সিংয়ের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার আধিকারিক কথা বলেছেন অর্জুন সিংয়ের সঙ্গে।
শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্তর ছবি প্রকাশ্যে এনে অর্জুন জানিয়েছেন, নিকেতন বর্মা ওরফে ছোটু নামে এক যুবকের কাজ এটা। বাবার নাম অনুপ বর্মা। জগদ্দল মোমিনপাড়া এলাকায় বাড়ি। মাদক বিক্রি করে বলে অভিযোগ অর্জুন সিংয়ের। বিজেপি প্রার্থীর দাবি, মধ্যপ্রদেশের নম্বর থেকে তাঁকে মেসেজ করা হয়েছে। তিনি জানিয়েছেন, পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা হয়েছে। ছেলেটার ডিটেইলস পেয়েছি। ছেলেটি কোনও রাজনৈতিক দলের কর্মী কিনা, সে বিষয়ে কিছু বলতে পারেননি অর্জুন সিং।
আরও পড়ুন: সপ্তাহান্তে ঘূর্ণিঝড় ‘রেমাল’, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত
খুনের হুমকির ঘটনায় তৃণমূলকে নিশানা করেছেন অর্জুন সিং। তাঁর বক্তব্য, তৃণমূলের লোকেরা সবই পারে। আমাকে বলে মারাটা কঠিন রয়েছে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জানিয়েছেন, প্রশাসনের ওপর আশ্বাস রয়েছে। প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। নিশ্চয়ই প্রশাসন পদক্ষেপ নেবে।
আরও খবর দেখুন