Placeholder canvas

Placeholder canvas
HomeScrollডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতেও সিবিআই

ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতেও সিবিআই

পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্য ও তৃণমূল বিধায়কের স্বামীর বাড়িতে সিবিআই

Follow Us :

ডোমকল ও কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ধর্মতলার সভার পরদিন বৃহস্পতিবার সকাল থেকেই তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। এবার সিবিআই হানা দিল মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে (Domkal)। স্থানীয় তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের (TMC MLA Jafikul Islam) বাড়িতে সিবিআইয়ের অভিযান। নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বিধায়কের বাড়িতে সিবিআই হানা বলে মনে করা হচ্ছে। তবে শুধু তিনি নন, এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ কলকাতা পুরসভায় (CMC) তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তের (Bappaditya Dasgupta) বাড়িতে হানা দিল সিবিআই (CBI Raid)। অন্য়দিকে, তৃণমূলের বিধাননগর পুরসভার (BMC) কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর (Devraj Chakraborty) বাড়িতে পৌঁছে যায় সিবিআই। দেবরাজ তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর (TMC MLA Aditi Munshi) স্বামী। এর আগেও তাঁকে একটি মামলায় তলব করেছিল সিবিআই।

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় শুরু তেলঙ্গানার বিধানসভা নির্বাচন

পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্যর বাড়িতে বৃহস্পতিবার সাতসকালে পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। কলকাতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। বুধবারই ধর্মতলায় শাহি-সভায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম শোনা গিয়েছিল অমিত শাহের মুখে। এরমধ্যেই বৃহস্পতিবার সকালে রাজ্যজুড়ে একাধিক জায়গায় সিবিআই তল্লাশি শুরু হল।

এদিন সকাল থেকেই নিয়োগ মামলার তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। সকালে তৃণমূলের আরও এক কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে পৌঁছেছিল সিবিআই। সেখানে তল্লাশি যখন চলছে তখনই সিবিআইয়ের আরও একটি দল পৌঁছে যায় দেবরাজের বাড়িতে।

এদিন সকাল সকাল পাটুলি টাউনশিপ এলাকায় বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ির সামনে পৌঁছে যায় সিবিআই। গিয়ে বেশ কয়েকবার বেল বাজানোর পরেও দরজা খোলা হয়নি। জানা গিয়েছে, প্রায় ১৮ মিনিট তৃণমূল কাউন্সিলরের বাড়ির নীচে দাঁড়িয়ে ছিলেন গোয়েন্দারা। অবশেষে বাপ্পাদিত্যবাবু নীচে নেমে এসে দরজা খুলে দেন। তারপর আধিকারিকদের নিয়ে উপরে চলে যান। সূত্র মারফত জানা গিয়েছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির তদন্তেই সিবিআই
অভিযান।

এদিকে, সকাল ৯টা ১০ মিনিটে রাজারহাটে দেবরাজের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের দলটি। যদিও সেই সময় দেবরাজ বাড়িতে ছিলেন না। তাঁর বাড়ির লোক সিবিআই গোয়েন্দাদের জানিয়ে দেন, দেবরাজ বাড়িতে নেই। যদিও এর কিছুক্ষণের মধ্যেই দেবরাজের গাড়ি এসে পৌঁছয় তাঁর বাড়ির সামনে। সিবিআইয়ের গোয়েন্দারা তাঁকে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকে যান।
প্রাথমিকভাবে সিবিআই সূত্রে জানা গিয়েছে, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় শুধুমাত্র বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে নয়, রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চলছে। কলকাতার বাইরে কোচবিহার, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা ম্যারাথন তল্লাশিতে নেমেছেন।

 

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Loksabha Election 2024 | ভোটে হাওড়ায় হাতাহাতি, তৃণমূলের সঙ্গে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর বচসা
00:00
Video thumbnail
Lok Sabha Elections 2024 | সকাল থেকে ‘অ্যাকশন মোডে’ দীপ্সিতা, জেতার পক্ষে আশাবাদী সিপিএম প্রার্থী
00:00
Video thumbnail
Loksabha Eloection 2024 | দিল্লির কুর্সি দখলের লড়াইয়ের পঞ্চম দফা
05:55
Video thumbnail
Arjun Singh | বীজপুর বিধানসভায় অর্জুনকে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা
02:54
Video thumbnail
Hooghly | ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা! হুগলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে গাছে বেঁধে মার
02:23
Video thumbnail
Mamata Banerjee | বাঁকুড়ার ওন্দায় ভোটপ্রচারে মমতা, কী বললেন দেখুন ভিডিও
16:21
Video thumbnail
Lok Sabha Election 2024 | পিঙ্ক বুথ, কী কী ব্যবস্থা রয়েছে? দেখুন ভিডিও
01:54
Video thumbnail
Loksabha Election 2024 | উত্তর হাওড়ায় ভোটে অশান্তি, বোমাবাজি ও গু*লি চালানোর অভিযোগ
02:43
Video thumbnail
Loksabha Election 2024 | সকাল ১১ টা পর্যন্ত ব্যারাকপুরে ভোট পড়েছে ২৯.৯৯ শতাংশ
04:26
Video thumbnail
Loksabha Election 2024 | সকাল ১১টা পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ১০৩৬টি
19:19