Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরDilip Ghosh | জিজ্ঞাসাবাদ মানেই দোষী নয়, রুজিরা কাণ্ডে মন্তব্য দিলীপ ঘোষের

Dilip Ghosh | জিজ্ঞাসাবাদ মানেই দোষী নয়, রুজিরা কাণ্ডে মন্তব্য দিলীপ ঘোষের

Follow Us :

বহরমপুর: রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রথমবার ডাকেনি সিবিআই। সারাভারতে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, জিজ্ঞাসাবাদ মানেই দোষী নয়। বৃহস্পতিবার বহরমপুরে এসে এমনই মত সর্বভারতীয় বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষের। বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কয়লাপাচার কাণ্ডে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্য়ায় ইডি দফতরে হাজিরা প্রসঙ্গে বলেন, ইডি-সিবিআই পারলে বাথরুমে ঢুকে যায়। এদিন এ প্রসঙ্গ টেনে দিলীপের মন্তব্য, শুধু শৌচালয় কেন, সিবিআই বেডরুম, ওয়াশরুম সব জায়গায় যাবে। যে কোনও জায়গায় প্রবেশ করতে পারে। 

এদিন কয়লাপাচার কাণ্ডে সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী রুজিরাা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে আসেন তিনি। সূত্রের খবর, ইডি দফতরে রওনা দেওয়ার আগে আইনজীবীর সঙ্গে পরামর্শ নেন রুজিরা। এদিন সিজিও কমপ্লেক্স চত্বরে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। ইডি সূত্রে খবর, কয়লা কাণ্ডে ইডির স্ক্যানারে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন। পাশাপাশি রুজিরাকে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি থেকে ইডির তিন আধিকারিক কলকাতায় এসেছেন। একইসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিনপাতার প্রশ্নমালা তৈরি করেছে ইডি বলে সূত্রের খবর। এর আগে তাঁকে দিল্লিতে তলব করা হলেও আদালতে মামলা জেতেন অভিষেকপত্নী। ফলত, তাঁকে কলকাতার ইডি (ED) দফতরেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন: Kaliaganj | কালিয়াগঞ্জ কাণ্ডে রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ আদালত

ইডি সূত্রে খবর, রুজিরাকে এদিন তাঁর বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হতে পারে। কী কারণে রুজিরা বিদেশে যাচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন, এমনকী বিদেশে তিনি যে যাবেন তা কি ইডি দফতরে জানিয়েছিলেন কি না এই সংক্রান্ত বিষয়ে তাঁকে প্রশ্ন করতে পারেন তদন্তকারীরা। শুধু তাই নয়, রুজিরার বিদেশ যাত্রার বিষয়ে আদালতের ঠিক কী নির্দেশ রয়েছে তাও জানতে চাইতে পারে ইডি।

RELATED ARTICLES

Most Popular