বহরমপুর: ইসিজি করতে এসে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বহরমপুরে। এক ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ, মৃত ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ফেলে রেখে আসা হয়। মৃত ওই ব্যক্তির নাম প্রণবকুমার মণ্ডল (৪৫)। বড়ঞা থানার নবদুর্গা গ্ৰামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বাইক চালিয়ে বহরমপুরের একটি বেসরকারি ল্যাবে ইসিজি সহ আরও কিছু শারীরিক পরীক্ষা করতে এসেছিলেন প্রণব। ওই ডায়গনস্টিক সেন্টারে ইকো করতে রুমে ঢোকার সময় সুস্থ ছিলেন ওই ব্যক্তি। এরপর সেই রুম থেকে বেরিয়ে হঠাই অসুস্থ হয়ে পড়েন তিনি। অভিযোগ, ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনক্লেমড বডি বলে ফেলে দিয়ে আসে ওই ল্যাবের কর্মীরা।
আরও পড়ুন: কংগ্রেস সাংসদের বাড়ি-অফিসে আয়কর হানায় উদ্ধার ৩৫১ কোটি
পরিবারের অভিযোগ ,গতকাল এই ঘটনার কথা প্রথমে অস্বীকার করে ডায়গনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ। এরপর পুলিশের কাছে লিখিত অভিযোগ করার পর পুলিশ এসে জানতে পারে, ওই ব্যক্তি ওই ল্যাবে এসেছিলেন। তার আসারসেই সিসিটিভি ফুটেজও সামনে আসে। এরপরই ওই ল্যাবের সামনে বিক্ষোভ শুরু করেন মৃতের বাড়ির লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।