হরিদেবপুর: কুয়ো থেকে এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হরিদেবপুর। হরিদেবপুর থানার কৈলাস ঘোষ রোডে একটি বাড়ি থেকে উদ্ধার হয় উমা দাস (৫২) নামে এক মহিলার দেহ। বাড়িরই কুয়ো থেকে উদ্ধার হয় দেহটি। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশীদের সঙ্গে কথাও হয় তাঁর। এরপরই আচমকা নিখোঁজ হয়ে যান। পুলিশ সূত্রে খবর, রাত ৯টা নাগাদ নিজেরই বাড়ির কুয়ো থেকে উদ্ধার করা হয় উমার দেহ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উমার স্বামী, ছেলে ও ছেলের বৌ নানাভাবে নির্যাতন করতেন তাঁকে। এরপরই এদিনের ঘটনা বলে দাবি প্রতিবেশীদের। তাঁদের আরও দাবি, দিনের পর দিন বাড়ির লোকজনের অত্যাচারে জর্জরিত ছিলেন উমা। একেবারে বন্দিজীবন ছিল তাঁর। কোনও কাজেই পাশে পেতেন না পরিবারের কাউকে। স্বামী, ছেলে এমনকী ছেলের বউয়ের বিরুদ্ধেও অভিযোগের আঙুল উঠেছে। তবে এখনও তাঁদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: চিকিৎসার গাফিলতির অভিযোগ, রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা
এলাকাবাসীর দাবি, পরিবারের লোকেরাই মেরে উমাকে কুয়োয় ফেলে দিয়েছেন। ১২৩ নম্বর ওয়ার্ডের ঘটনা এটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার কাউন্সিলর। তাঁকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন উত্তেজিত জনতা। নিহতের স্বামী, ছেলে ও পুত্রবধূকে আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ।
দেখুন আরও অন্যান্য খবর: