কলকাতা: ২৪ লোকসভা নির্বাচনের দোর গোড়ায়। তাই বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে আজ দুপুর ৩টেয় কালীঘাটে (Kalighat) বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত থাকার কথা রয়েছে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বীরভূম। বিশেষ করে অনুব্রতহীন এই জেলায় বারবার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ রয়েছে।
২০২২ সালের অগাস্টে গরু পাচার কাণ্ডে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূল সুপ্রিমোর ঘনিষ্ঠ কেষ্টকে ছাড়াই গত ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের বৈতরণী পার করেছে মমতা। কেষ্টর অনুপস্থিতিতে বীরভূম জেলার তৃণমূলের সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই রেখেছেন। তিনি তৈরি করে দিয়েছেন জেলা তৃণমূলের কোর কমিটির। কোর কমিটির মাথার উপর বসিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক নরেন চক্রবর্তী ও মলয় ঘটককে।
আরও পড়ুন: হংকং-কে ছাপিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজার ভারত
অনুব্রত বিরোধী মুখ হিসেবে পরিচিত কাজল। তাঁকে জেলা পরিষদের আসনে নির্বাচিত করে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি করেছেন মমতা। বীরভূম জেলায় দুটি লোকসভা কেন্দ্র। বীরভূম ও বোলপুর। ১৯ এর লোকসভা নির্বাচনে দুটি আসন তৃণমূল ধরে রাখতে পারলেও, বীরভূম লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটিতে এগিয়েছিল বিজেপি। খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বাংলা থেকে যে ৩৫টি লোকসভা আসন টার্গেট করেছে। সেই টার্গেটে তালিকায় রয়েছে বীরভূম। খুব স্বাভাবিকভাবেই আগেভাগেই ঘর গুছিয়ে নিতে চাইছে শাসকদল।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা তৃণমূলের বিধায়ক, সাংসদ, তৃণমূলের কোর কমিটির সদস্য, পঞ্চায়েত সমিতি সভাপতি, ব্লক প্রেসিডেন্ট সহ সব নেতৃত্বকে নিয়ে বৈঠক করতে চলেছেন। আসন্ন লোকসভা নির্বাচনে কীভাবে জেলা জুড়ে সংগঠনকে মজবুত করতে হবে, তা নিয়ে এই বৈঠক বলে তৃণমূল সূত্রে খবর। বৈঠকে কী সিদ্ধান্ত হয়, সে দিকেই তাকিয়ে সকলে।
দেখুন আরও অন্যান্য খবর: