হাওড়া: ছট পুজোর ভোরে বিধ্বংসী আগুন হাওড়ায়। সোমবার হাওড়া শিবপুরে ফোর্স রোডে বিজয় জুট মিল বিধ্বংসী আগুন লাগে। এদিন ভোরে মিলের ভিতর থেকে দাউ দাউ করে আগুন ও ধোঁয়া বের হতে দেখতে পান কর্মীরা। তড়িঘড়ি তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। ইতিমধ্যে খবর দেওয়া হয় দমকলের ২ ইঞ্জিনকে।
ঘটনাস্থলে দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এখনও পর্যন্ত জানি গিয়েছে, দীর্ঘ সময় ধরে চলছে এই আগুন নেভানোর কাজ। তবে পাটের গোডাউন হওয়ায় আগুনের তীব্রতা অনেকটাই। তাই আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। তবে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে মিল কর্তৃপক্ষ কিছু বলে নারাজ। তবে এই কারখানায় আগেও বেশ কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটে।
আরও পড়ুন: ছট পুজো উপলক্ষ্যে সোমবার সরকারি ছুটি
প্রশ্ন উঠছে, বার বার কীভাবে আগুন লাগছে। অভিযোগ, কারখানার ভিতরে অগ্নিনির্বাপক কোনওরকম সামগ্রী বা জলের সুব্যবস্থা নেই। দমকলের পক্ষ থেকে জানা গিয়েছে, আগুন নেভাতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। ওই মজুদ করা পাট যতক্ষণ না পরিষ্কার করা হবে, আগুন সম্পূর্ণ ভাবে নেভানো যাবে না।