মালদহ: গাজোলে শুট আউট (Shootout Malda Gazol)। ছিনতাইবাজ দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন মদের দোকানের এক কর্মী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ মাতইল এলাকায় পোল্ট্রি হ্যাচারি সংলগ্ন এলাকায়। তড়িঘড়ি গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Medical College Hospital)। সেখানেই চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওই ব্যবসায়ী। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ (Police Start Investigation)। ঘটনাস্থল পরীক্ষা করে দেখছেন পুলিশ কর্তারা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। জানা যাচ্ছে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের।
আরও পড়ুন: হাসপাতালে মাধ্যমিকে বসল কোভিড আক্রান্ত ছাত্র
জানা গিয়েছে, গুলিবিদ্ধ মদের দোকানের কর্মীর নাম চিন্ময় বারুই। তাঁর বাড়ি গাজোলের হরিদাস এলাকায়। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ী একটি মদের দোকানের ম্যানেজার ছিল। রাতে দোকান বন্ধ করে টাকা পয়সা নিয়ে ফিরছিল ওই ব্যবসায়ী। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। অভিযোগ, রশিদপুর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটর বাইকে করে ৬ জন দুষ্কৃতী এসে গুলি চালায় ব্যবসায়ীকে লক্ষ করে। দুষ্কৃতীদের গুলি এসে লাগে চিন্ময় বারুইয়ের পিঠে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়।যদিও টাকা পয়সা নিয়ে পালাতে পারেনি দুষ্কৃতীর দল। এই ঘটনার পর এলাকায় চিরুনি তল্লাশিতে নেমেছে গাজোল থানার পুলিশ। পরীক্ষা করে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ঘটনাস্থল খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। সব মিলিয়ে মদের দোকানের ম্যানেজারকে শুট আউট এর ঘটনায় জোড় কদমে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও অন্য খবর দেখুন