আলিপুরদুয়ার: ক্ষণিকের ঝড়ে ব্যাপক ক্ষতি আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায়। রবিবার সন্ধ্যায় কিছুক্ষণের জন্য ঝড় ও বৃষ্টি হয় তাতে ব্যাপক ক্ষতি হয় আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লক জুড়ে। ঝড়ে বেশি ক্ষতি হয়েছে কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান এলাকায়। বাগানের ৮ নম্বর এলাকায় একাধিক শ্রমিকের ঘর ক্ষতিগ্রস্ত হয়। কারও বাড়ির উপর পড়েছে সুপারি গাছ, আবার কারও ঘরের উপরের টিন উড়ে গিয়েছে। গাছ পড়ে মৃত্যু হয়েছে প্রবাদিপশুর। বেশ কয়েকজন বাসিন্দাও আহত হয়েছেন।
পাশাপাশি ঝড়ের কারণে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। ব্লকের অধিকাংশ এলাকায় গতকাল সন্ধ্যা থেকে থেকেই বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে, যার কারনে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। গত এক সপ্তাহ ধরে ব্লকজুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি। ফলে বৃষ্টির অপেক্ষায় ছিলেন সকলেই।এদিন বিকেলে বৃষ্টির পাশাপাশি, প্রবল বেগে ঝড়ও হয়। ক্ষনিকের এই ঝড়ে ভেসে এসেছে সম্প্রতি জলপাইগুড়ি ও তার পার্শ্ববর্তী জেলা গুলোতে হওয়া ভয়ংকর সেই ঘূর্ণিঝড়ের চিত্র। তবে এদিনের ঝড়ে সেভাবে ক্ষতি হয়নি বলে দাবি প্রশাসনের। অন্যদিকে, ঝড়ে চা বাগানের প্লানটেশনে ক্ষয়ের ক্ষতি হয়েছে। মেচপাড়া চা বাগানের অনেক সেড গাছ ভেঙে পড়েছে।
আরও পড়ুন: চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ তৃণমূল নেতাার ভাইয়ের
এ বিষয়ে মেচপাড়া চা বাসিন্দা রিতেশ নায়েক বলেন, ‘মেয়ের সাথে ঘরে ছিলাম, সে সময় আচমকা একটি সুপরি গাছ আমার ঘরে পরে যায়।এতে আমার রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।পাশাপাশি, আমাদের এলাকায় অনেক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: