Placeholder canvas

Placeholder canvas
HomeScrollহাসপাতাল অপরিচ্ছন্ন কেন, স্বাস্থ্য আধিকারিককে ধমক জেলা সভাধিপতির

হাসপাতাল অপরিচ্ছন্ন কেন, স্বাস্থ্য আধিকারিককে ধমক জেলা সভাধিপতির

Follow Us :

বাঁকুড়া: আবর্জনা পরিষ্কার হয়নি কেন, আচমকা হাসপাতাল পরিদর্শনে গিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিককে প্রশ্ন জেলা সভাধিপতির। এই পরিবেশে চিকিৎসা করাতে এলে রোগ সারবে কীভাবে, এমনই প্রশ্ন করলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়। শুক্রবার সকালে বাঁকুড়ার ওন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে হাসপাতালের গাফিলতিতে নোংরা আবর্জনা পরিষ্কার হয়নি বলে দাবি করেন তিনি।

এদিন সকালে আচমকাই বাঁকুড়ার কৃষ্ণনগর গ্রামে অবস্থিত ওন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান অনুসূয়া। সারপ্রাইজ ভিসিটে গিয়ে হাসপাতালের নোংরা পরিবেশ দেখে ক্ষুব্ধ হন তিনি। ব্লক স্বাস্থ্য আধিকারিককে সামনে পেয়ে আবর্জনা কেন পরিষ্কার হয়নি বলে প্রশ্ন করেন। এই পরিবেশে হাসপাতালে চিকিৎসা করাতে আসলে মানুষজন আরও অসুস্থ হয়ে পড়বেন বলেও ক্ষোভপ্রকাশ করেন অনুসূয়া। তাঁকে হাসপাতাল চত্বরে পেয়ে নানান সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় মানুষ থেকে রোগীর আত্মীয়ারা। এদিন হাসপাতালের ইন্ডোর আউটডোর বিভাগও ঘুরে রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলেন সভাধিপতি। হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মীদের ব্যবহার কেমন, তারও খবর নেন তিনি। এরপর হাসপাতালে নোংরা পরিষ্কার হয়েছে কি না, তা আবার খোঁজ নিতে আসবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: হাসপাতালের জানলা দিয়ে পালানোর চেষ্টা রোগীর, উদ্ধার দমকলের

স্বাস্থ্য আধিকারিককে এলাকার মানুষ স্বার্থে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও এলাকা পরিষ্কার রাখার পরামর্শ দেন। হাসপাতালের পরিকাঠামোর বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। হাসপাতাল আবর্জনা হয়ে আছে একথা স্বীকার করেন নেন স্বাস্থ্য আধিকারিক।

RELATED ARTICLES

Most Popular