Placeholder canvas

Placeholder canvas
HomeদেশJ&K tunnel: ৩৭ ঘণ্টা পার, রামবন সুড়ঙ্গে এখনও আটকে ৯ শ্রমিক

J&K tunnel: ৩৭ ঘণ্টা পার, রামবন সুড়ঙ্গে এখনও আটকে ৯ শ্রমিক

Follow Us :

শ্রীনগর: রামবন সুড়ঙ্গে এখনও আটকে ৯ শ্রমিক৷ শুক্রবার রাতে সুড়ঙ্গের কাছে নতুন করে ধস নামার কারণে উদ্ধারকাজ কয়েকঘণ্টা বন্ধ থাকে৷ শনিবার সকালে আবহাওয়ার সামান্য উন্নতি হতে আটক শ্রমিকদের খোঁজে ফের শুরু হয় উদ্ধারকাজ৷ এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহ বেরিয়ে আসতে দেখে উদ্ধারকারী দল৷ রামবনের এসএসপি মোহিতা শর্মা জানিয়েছেন, বিশাল পাথরের তলায় একটি মৃতদেহ দেখা গিয়েছে৷ মেশিনের সাহায্যে পাথর সরিয়ে মৃতদেহ বার করার চেষ্টা চলছে৷

বৃহস্পতিবার রাতে জম্মুর রামবন জেলার খনি নাল্লা এলাকায় একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস থামে৷ তারপর কেটে গিয়েছে ৩৭ ঘণ্টা৷ শনিবার পশ্চিমবঙ্গের ধূপগুড়ির বাসিন্দা বছর ৩১-এর সুধীর রায়ের দেহ উদ্ধার করা হয়৷ ঘটনাস্থলে আরও একটি মৃতদেহ খুঁজে পাওয়া যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৷ এখনও সেখানে ৯ জন আটকে রয়েছে বলে খবর৷ শুক্রবার সারাদিন ধ্বংসস্তূপ সরানোর কাজ চলে৷ কিন্তু রাতে নতুন করে ধস নামায় জায়গাটি পাথরে ভরে যায়৷ সেগুলি সরিয়ে উদ্ধারকাজ শুরু হতে অনেকটা সময় চলে যায় উদ্ধারকারী দলের৷ উদ্ধারকাজে গতি আনতে তাই আরও মেশিন আনা হয়৷ বাড়ানো হয় লোকবলের সংখ্যা৷ মোহিতা শর্মা জানিয়েছেন, উদ্ধারকাজ শেষের মুখে৷

জম্মু-কাশ্মীরে সুড়ঙ্গ ধসে পশ্চিমবঙ্গের ৫ বাসিন্দা আটকে পড়েন৷ তাদের মধ্যে মৃত্যু হয়েছে সুধীর রায়ের৷ বাকি চার জনের নাম যাদব রায় (২৩), গৌতম রায় (২২), দীপক রায় (৩৩) ও পরিমল রায় (৩৮)। এঁরা সকলেই ধূপগুড়ির বাসিন্দা৷ এছাড়া অসমের শিব চৌহান, নেপালের নভরাজ চৌধুরী ও খুশি রাম চৌধুরী, জম্মুর রামবনের বাসিন্দা মহম্মদ মুজাফফর এবং মহম্মদ ইশারাত সুড়ঙ্গ ধসে আটকে পড়েন৷ শুক্রবার সুড়ঙ্গ থেকে তিন শ্রমিককে জখম অবস্থায় উদ্ধার করে উদ্ধারকারী দল৷ দুই শ্রমিকের চিকিৎসা চলছে রামবন জেলা হাসপাতালে৷ তৃতীয় শ্রমিক ভর্তি জম্মুর মেডিক্যাল কলেজে৷

RELATED ARTICLES

Most Popular