Placeholder canvas

Placeholder canvas
HomeদেশShare Market: টানা ৮ দিন শীর্ষে সূচক, উত্তপ্ত দালাল স্ট্রিট

Share Market: টানা ৮ দিন শীর্ষে সূচক, উত্তপ্ত দালাল স্ট্রিট

Follow Us :

মুম্বই: বৃহস্পতিবারও উত্তাল শেয়ার বাজার। ফের শীর্ষে সূচক। এদিন ষাঁড়ের দৌড় শেয়ার বাজারে। ঐতিহাসিক শীর্ষে সেনসেক্স ও নিফটি। পরপর আট দিন উত্থান শেয়ার বাজারে। আজও উত্তপ্ত দালাল স্ট্রিট। গত সপ্তাহের মঙ্গলবার থেকে টানা উত্থান বাজারে। বৃহস্পতিবার সেনসেক্স উঠেছে ১৮৪.৫৪ পয়েন্ট বা ০.২৯ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬৩,২৮৪.১৯ পয়েন্টে। যা সর্বকালীন রেকর্ড।

এদিন নিফটি-র উত্থান ৫৪.১৫ পয়েন্ট বা ০.২৯ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৮,৮১২.৫০ পয়েন্ট। এটিও সর্বকালীন রেকর্ডবলে জানা যাচ্ছে। নিফটি-ফিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ২৭টি কোম্পানির অগ্ৰগতি হয়েছে আজ। তবে পিছিয়েছে ২৩টি কোম্পানি। এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০০০টি কোম্পানির মধ্যে ১২১৬টি বৃদ্ধির মুখ দেখেছে। কমেছে ৭৭১টি কোম্পানির শেয়ার দর।

আরও পড়ুন:Taslima Nasreen: মেসির পেনাল্টি মিস নিয়ে কড়া সমালোচনা করে ট্রোলিংয়ের শিকার তসলিমা!

প্রসঙ্গত, যদি ২০২২ অর্থবর্ষ থেকে ২০২৫ অর্থবর্ষ পর্যন্ত আয় বৃদ্ধির হার ২৫ শতাংশ হলে ভারত বৈশ্বিক বন্ড সূচকে অন্তর্ভুক্ত হবে। এর ফলে পরবর্তী ১২ মাসে প্রায় ২০ বিলিয়ন ডলার শেয়ার বাজারে বিনিয়োগ হবে। দেশে উচ্চহারে কর্মসংস্থান হলে সেনসেক্স ৮০ হাজার ছুঁতে পারে। প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর সঙ্গে সঙ্গেই ধস নেমেছিল শেয়ার বাজারে। তবে এবার ধীরে ধীরে সেই খড়া কাটিয়ে গোটা বিশ্ব কাটিয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular