Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent News৪০ হাজারের উপরে দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র-কেরল

৪০ হাজারের উপরে দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র-কেরল

Follow Us :

নয়াদিল্লি: ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ। এক ধাক্কায় আক্রান্ত বাড়ল প্রায় ৩ হাজার। শতাংশের হিসেবে ৭.৪ শতাংশ।স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৫৭ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ১১ লক্ষ ৬ হাজার ৬৫।

একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫১৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত ৪ লক্ষ ১৩ হাজার ৬০৯ জন। এই নিয়ে টানা ২৭ দিন দেশে দৈনিক পজিটিভিটি রেট ৩ শতাংশের কম। গত ২৪ ঘণ্টার মোট করোনা পরীক্ষার ২.১৩ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে। এ পর্যন্ত দেশে ৪৪ কোটি ৩৯ লক্ষ করোনা পরীক্ষা করা হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২ লক্ষ ৬৯ হাজার ৭৯৬ জন। সুস্থতার হার ৯৭.৩১ শতাংশ। দেশে এখন চিকিৎসাধীন রয়েছেন ৪ লক্ষ ২২ হাজার ৬৬০ জন। মাস্ক-স্যানিটাইজার-শারীরিক দূরত্বের পাশাপাশি করোনা রুখতে সবচেয়ে জরুরি হল গণ-টিকাকরণ।

আপাতত দেশজুড়ে টিকাকরণেই জোর দিচ্ছে সরকার। গত ২৪ ঘণ্টায় দেশে ৫১ লক্ষ ১ হাজার ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দেশের ৪০ কোটি ৪৯ লক্ষ ৩১ হাজার ৭১৫ জনকে টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৯ লক্ষ ৩৬ হাজার ৭০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৪৪ কোটি ৩৯ লক্ষ ৫৮ হাজার ৬৬৩ নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশের অধিকাংশ রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও মহারাষ্ট্র, কেরল, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশার পরিস্থিতি নিয়ে চিন্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দিনকয়েক আগে এই ৬ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৪ ঘণ্টায় কেরলে ১৬ হাজার ১৪৮ জন এবং মহারাষ্ট্রে ৮ হাজার ১৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

RELATED ARTICLES

Most Popular