skip to content
Sunday, July 7, 2024

skip to content
Homeআন্তর্জাতিকDaughter Born | American Family | দীর্ঘ প্রতিক্ষার অবসান, ১৩০ বছর...

Daughter Born | American Family | দীর্ঘ প্রতিক্ষার অবসান, ১৩০ বছর পর মার্কিন দম্পতির ঘরে কন্যা সন্তান

Follow Us :

ওয়াশিংটন: দীর্ঘ প্রতিক্ষার অবসান। ১৩০ বছরে বংশে জন্ম নিল কোনও কন্যা সন্তান জন্মগ্রহণ করেনি। ক্লার্ক দম্পতির (Clark couple) সংসারে জন্ম নিল একটি কন্যাশিশু। আর দীর্ঘ দিন বাদে বংশে কন্যা সন্তানের আগমনে খুশি ওই মার্কিন দম্পতিও (American Family)।

সংবাদমাধ্যের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত ১৭ মার্চ অড্রের জন্ম হয়। দুই সপ্তাহ আগে জন্ম হয় অড্রে নামে শিশুকন্যাটি। এর আগে ক্লার্ক বংশে শেষ শিশুকন্যার জন্ম হয়েছিল ১৮৮৫ সালে। শিশুর বাবা অ্যান্ড্রু ক্লার্ক (Father Andrew Clarke) ও মা ক্যারোলিন ক্লার্ক (Mother Caroline Clarke) জানিয়েছেন যে ১০ বছর আগে অ্যান্ড্রু সঙ্গে তাঁর বিয়ে হয়। সেই সময় ক্লার্ক বংশে কোনও কন্যা সন্তানের জন্ম হয়নি। এতদিনে একটি মেয়ে সন্তান হয়নি তখন তিনি বিশ্বাস করেননি। প্রথমে এই অদ্ভুত ঘটনা বিশ্বাসও করেননি তিনি। পরে বংশের অন্যান্যদের কাছ থেকে খোঁজ নিয়ে ঘটনাটি সত্য বলে জানতে পারেন। ক্যারোলিন বলেন, অ্যান্ড্রুর অনেক খুড়তুতো ভাই থাকলেও, কোনও বোন ছিল না। প্রায় ১৩০ বছর পর বংশে কন্যাশিশুর আগমন নতুন অধ্যায়ের সূচনা হল বলে জানিয়েছে নবজাতকের বাবা-মা।

আরও পড়ুন: COVID-19| চিন কেন কোভিডের উৎস গোপন করছে? তা আবারও জানতে চাইল ‘হু’ 

দম্পিতির একটি চার বছর বয়সী পুত্র সন্তান আছে। এই দম্পতি ২০২১ সালে গর্ভপাত হয়েছিল। তারপর ওই শিশুর আগমনে তাদের জীবনে আরও বেশি আনন্দ নিয়ে এসেছিল। মা ক্যারোলিন ক্লার্ক জানিয়েছেন, যখন আমরা জানতে পেরেছিলাম যে আমরা গর্ভবতী, তখন আমরা সত্যই চিন্তা করিনি যে আমাদের একটি ছেলে বা মেয়ে আছে কিনা। আমরা শুধুমাত্র গর্ভবতী হওয়ার জন্য কৃতজ্ঞ ছিলাম এবং শুধুমাত্র একটি সুস্থ গর্ভাবস্থা এবং একটি সুস্থ শিশুর জন্য প্রার্থনা করেছিলাম।

গত বছরের সেপ্টেম্বরে, দম্পতি তাদের গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণের আশ্রয় নিয়েছিলেন বলে স্বীকার করেন। সেই সময়ে তাঁদের মেয়ে হতে চলেছে বলে ইঙ্গিত মিলেছিল। 

RELATED ARTICLES

Most Popular