Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsকংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ, ফোকাসে ‘পাঁচ ন্যায়’
Congress

কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ, ফোকাসে ‘পাঁচ ন্যায়’

গ্র্যান্ড ওল্ড পার্টি নজর দিয়েছে মেয়েদের আর্থিক সহায়তা, কর্মসংস্থানের সুযোগ এবং জাতিভিত্তিক জনগণনায়

Follow Us :

নয়াদিল্লি: আজ, শুক্রবার নির্বাচনী ইস্তেহার (Manifesto) প্রকাশ করল কংগ্রেস (Congress)। ইস্তেহারে ফোকাস করা হয়েছে ন্যায়ের পাঁচ স্তম্ভের প্রতি— যুব ন্যায়, নারী ন্যায়, কিষান ন্যায়, শ্রমিক ন্যায় এবং হিসসেদারি ন্যায়। গ্র্যান্ড ওল্ড পার্টি নজর দিয়েছে মেয়েদের আর্থিক সহায়তা, কর্মসংস্থানের সুযোগ এবং জাতিভিত্তিক জনগণনায়। এদিন সাংবাদিক সম্মেলন করে ইস্তেহার প্রকাশ করেন মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge), সোনিয়া গান্ধী (Sonia Gandhi), রাহুল গান্ধী (Rahul Gandhi), পি চিদম্বরমের (P Chidambaram) মতো শীর্ষ নেতৃত্ব।

ম্যানিফেস্টোতে লেখা হয়েছে—

  • দেশব্যাপী আর্থ-সামাজিক জাতিভিত্তিক জনগণনা করে জাতি, উপজাতির সংখ্যা ও তাদের আর্থ-সামাজিক পরিস্থিতি যাচাই করবে কংগ্রেস। ফলাফল অনুযায়ী সদর্থক পদক্ষেপ নেওয়া হবে।
  • দল গ্যারান্টি দিচ্ছে, যে তফশিলি জাতি, তফশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়ানো হবে।

আরও পড়ুন: পাক-ভূমে হত্যার অভিযোগ মিথ্যে, অপপ্রচার, জানাল ভারত 

  • সমস্ত ধরনের জাতি ও সম্প্রদায়ের ক্ষেত্রে আর্থিকভাবে দুর্বলদের জন্য শিক্ষা ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হবে।
  • তফশিলি জাতি, তফশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষিত পুরনো শূন্যপদ ভর্তি করবে দল।
  • সরকারি এবং পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের চাকরিতে চুক্তিভিত্তিক কাজের অবলুপ্তি ঘটাবে কংগ্রেস, স্থায়ী পদ নিশ্চিত করা হবে।

 

  • তফশিলি জাতি, তফশিলি উপজাতিদের বাসস্থান নির্মাণ, ব্যবসা ও সম্পত্তি ক্রয়ে সরকারি আর্থিক সাহায্য বাড়ানো হবে।
  • ল্যান্ড সিলিং আইনে দরিদ্রদের সরকারি ও উদ্বৃত্ত জমি দেওয়ার জন্য এক কমিটি গঠন করা হবে।
  • তফশিলি জাতির অন্তর্ভুক্ত ঠিকেদারদের আরও বেশি করে কাজের বরাত দেওয়া হবে।
  • তফশিলি জাতি, তফশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের স্কলারশিপের জন্য তহবিলের পরিমাণ দ্বিগুণ করা হবে, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে।
  • দরিদ্র শ্রেণির বিশেষ করে তফশিলি জাতি, তফশিলি উপজাতির পড়ুয়াদের জন্য আবাসিক স্কুলের নেটওয়ার্ক তৈরি করবে কংগ্রেস, তা পৌঁছে দেওয়া হবে প্রতিটি ব্লকে।

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular