Placeholder canvas
HomeBig newsযোগীরাজ্যে 'ম্যানেজমেন্ট-গুরু' কৃষ্ণের বাণী ম্যানেজমেন্ট সিলেবাসে

যোগীরাজ্যে ‘ম্যানেজমেন্ট-গুরু’ কৃষ্ণের বাণী ম্যানেজমেন্ট সিলেবাসে

থাকছে রামায়ণ, চাণক্য, অষ্টাঙ্গ যোগ

এলাহাবাদ: এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে (Allahabad University) এবার ম্যানেজমেন্ট পড়ুয়ারা (Management Course) ‘ভগবান শ্রীকৃষ্ণ’র (Lord Krishna) ম্যানেজমেন্ট দক্ষতা ও শিক্ষায় শিক্ষিত হবেন। কারণ কর্তৃপক্ষের একাংশ ও হিন্দুত্ববাদী পণ্ডিতরা কৃষ্ণকেই বিশ্বের মহানতম ম্যানেজমেন্ট গুরু (Management Guru) বলে বিশ্বাস করেন। বিশ্ববিদ্যালয়ের কর্মবিভাগের পাঁচ বছরের বিবিএ-এমবিএ (BBA-MBA) পাঠ্যক্রমে ভাগবদ গীতা (Bhagvad Gita), রামায়ণ (Ramayana), উপনিষদের বাণী থাকছে। ম্যানেজমেন্ট শিক্ষার্থীরা চাণক্য (Chanakya) শ্লোক পড়ে জীবনে অর্থকরী সাফল্যের চাবিকাঠি খুঁজে পেতে সমর্থ হবেন বলে মনে করছে কর্তৃপক্ষ।

এই প্রথম ম্যানেজমেন্ট কোর্সে অন্তর্ভুক্ত হচ্ছে দেশের শীর্ষ শিল্পপতি জেআরডি টাটা, আজিম প্রেমজি, ধীরুভাই আম্বানি, নারায়ণ মূর্তি, সুনীল মিত্তল এবং বিড়লাদের তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তের অনুশীলনী। এছাড়াও অষ্টাঙ্গ যোগ পড়ানো হবে এই কোর্সে।

আরও পড়ুন: বিয়ের পর রোজ রাতে…মন্তব্যে ক্ষমা চাইলেন নীতীশ

প্রসঙ্গত, এ বছরের জুনের গোড়ার দিকে উত্তরপ্রদেশ শিক্ষা পর্ষদ জুলাই থেকে শুরু হওয়া শিক্ষাবর্ষে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৫০ জন মহান ব্যক্তির জীবনী অন্তর্ভুক্ত করেছে। তাতে বিনায়ক দামোদর সাভারকর, দীনদয়াল উপাধ্যায়ের জীবনী থাকলেও উত্তরপ্রদেশের ভূমিপুত্র, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জীবনী বাদ দিয়েছে।

অন্য খবর দেখুন

ED | ইডি দফতরে এবার রানাঘাটের রেশন ডিলার জয়িতা পাল

RELATED ARTICLES

Most Popular

Recent Comments