নয়াদিল্লি: স্বাগত ২০২৪। নিউজিল্যান্ডের অকল্যান্ডে আলোর রোশনাই, আতসবাজি, হইচইয়ের মধ্য দিয়ে সেদেশে পালিত হল ইংরেজি নববর্ষের প্রথম উৎসব। ভারতীয় সময় বিকেল সাড়ে চারটের সময় ঘড়ির কাঁটা সেদেশে ১২টার ঘরে পৌঁছতেই মাতোয়ারা হয়ে উঠল গোটা দেশ।
কোন দেশে কোন সময়ে পড়বে ১ জানুয়ারি, ২০২৪। নিউজিল্যান্ডের পরেই মুখিয়ে রয়েছে যারা…।
আরও পড়ুন: বছরের শেষদিনে হেঁসেলে সোনিয়া-রাহুল, কী রাঁধলেন?
অস্ট্রেলিয়া- সন্ধ্যা সাড়ে ৬টা (ভারতীয় সময়)।
জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া- রাত সাড়ে ৮টা (ভারতীয় সময়)।
থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া- রাত সাড়ে ১০টা (ভারতীয় সময়)।
ভারত ও শ্রীলঙ্কা
সংযুক্ত আরব আমিরশাহি, ওমান ও আজারবাইজান- রাত দেড়টা (ভারতীয় ক্যালেন্ডারে ১ জানুয়ারি)।
গ্রিস, দক্ষিণ আফ্রিকা, সাইপ্রাস, মিশর, নামিবিয়া- রাত সাড়ে ৩টে (ভারতীয় ক্যালেন্ডারে ১ জানুয়ারি)
জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইৎজারল্যান্ড, নেদারল্যান্ডস, মরক্কো, কঙ্গো, মালটা- ভোর সাড়ে ৪টে (ভারতীয় ক্যালেন্ডারে ১ জানুয়ারি)।
ব্রিটেন, আয়ারল্যান্ড, পর্তুগাল- ভোর সাড়ে ৫টা (ভারতীয় ক্যালেন্ডারে ১ জানুয়ারি)।
ব্রাজিল, আর্জেন্তিনা, চিলি- সকাল সাড়ে ৮টা (ভারতীয় ক্যালেন্ডারে ১ জানুয়ারি)।
মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল- সকাল সাড়ে ১০টা (ভারতীয় ক্যালেন্ডারে ১ জানুয়ারি)।
মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের একাংশ- বেলা সাড়ে ১১টা (ভারতীয় ক্যালেন্ডারে ১ জানুয়ারি)।
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল- দুপুর দেড়টা (ভারতীয় ক্যালেন্ডারে ১ জানুয়ারি)।
অন্য খবর দেখুন