Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsযশের ক্ষতিপূরণ, আবেদনপত্র দেখে মাথায় হাত

যশের ক্ষতিপূরণ, আবেদনপত্র দেখে মাথায় হাত

Follow Us :

যশ-আতঙ্কে ‘ছাগল মরল’, মাছ মরেছে ‘৩ কোটি টাকার’! পশ্চিম মেদিনীপুরে “দুয়ারে ত্রাণ” এ অবাক করা সব আবেদনপত্র। পুকুরে মাছ মরে যাওয়ার জন্যয ৩ কোটি টাকা ক্ষতিপূরণ” দাবি করে আবেদন করা হয়েছে “দুয়ারে ত্রাণ” এর জন্য। আর, এইসব আবেদনপত্র বিবেচনা করার আগেই মাথায় হাত আধিকারিকদের। কোন কোন আবেদনপত্র আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গেছে।

প্রসঙ্গত, ‘যশ’  ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গত ৩ জুন থেকে ড্রপবক্সে আবেদন জমা নেওয়া হচ্ছে প্রশাসনের উদ্যোগে। গত ৪ জুন এমনই একটি আবেদন জমা পড়েছে, সবং ব্লকের ৪ নং দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায়। আবেদনকারীর নাম- তাপস কর। বাড়ি সবংয়ের কোলন্দা গ্রামে। সবংয়ের বিডিও বা সমষ্টি উন্নয়ন আধিকারিককে উদ্ধৃত করে লেখা আবেদনপত্রে আবেদনকারী লিখেছেন, “গত ইং ২৬.০৫.২১ তারিখে ইয়স ঝড়ের কারণে আমার ছাগল আতঙ্কে মারা গেছে। যদি আমি ছাগলের ক্ষতিপূরণ পাই, তাহলে আপনার কাছে বাধিত থাকব।” এই আবেদন পত্র এখন এতটাই “বিখ্যাত” যে, তা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরালও হয়ে গেছে। প্রশাসন সূত্রে আরও একটি আবেদন পত্রের কথা জানা গেছে, যেখানে আবেদনকারী তাঁর পুকুরে মাছ মরে যাওয়ার জন্য “৩ কোটি টাকা” ক্ষতিপূরণ চেয়েছেন। সবংয়ের বিলকুয়ার রামপদ জানা ওই আবেদন করেছেন বলে জানা গেছে। এই ধরনের মজার আবেদনের কথা স্বীকার করেছেন সবংয়ের বিডিও তুহিনশুভ্র মহান্তি। তিনি বলেন, “নানা রকমের আবেদন জমা পড়েছে। সেগুলি খতিয়ে দেখার পরই ক্ষতিপূরণ ঠিক করা হবে।”

অপরদিকে, সবং পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স বলেন, “কোলন্দার তাপস কর ইয়াস ঝড়ের আতঙ্কে ছাগল মারা যাওয়ায় জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। বিলকুয়ার রামপদ জানা মাছ মরার জন্য ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন। আসলে গ্রামের সাধারণ লোক। ৩ এর পর কটা শূন্য দিলে কত টাকা হয় তা বুঝতে পারেনি। বা অন্য কেউ হয়তো আবেদনপত্র লিখে দিয়েছে। তবে যে যাই আবেদন করুন। আমরা বলেছি, বিডিও তাঁর লোকজন দিয়ে তদন্ত করে দেখার পর ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা তৈরি করুন। ভুয়ো নাম যেন না থাকে।” এ প্রসঙ্গে যোগাযোগ করা হয়, “আতঙ্কে ছাগল মারা যাওয়া”র আবেদনকারী তাপস করের সঙ্গে। তাঁর সরল স্বীকারোক্তি- “আমার ঘর বাড়ির তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি। গোয়ালের বাইরে ছাগলটি বাঁধা ছিল। ঝড়ের সময় ভয়ে মারা গেছে। সরকার ক্ষতিপূরণ দেবে শুনে বিডিও’র কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদনও করেছি।” অন্যদিকে, ঝড়ের আতঙ্কে ছাগল মরে যাওয়া নিয়ে নানা জন নানা মন্তব্য করছেন। ঝড়ের আতঙ্কে ছাগল মরতে পারে কিনা, তা জানার জন্য যোগাযোগ করা হয় জেলার প্রাণী সম্পদ দফতরের সহ অধিকর্তা তুষার কান্তি সামন্তর সঙ্গে। প্রশ্ন শুনে তিনি বলেন- “এমন ঘটনা কখনও শুনিনি। ঝড়ের আতঙ্কে ছাগল, গোরু মরতে পারে না। তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ব্লক থেকে আসা তথ্য অনুযায়ী এই ঝড়ে জেলায় মাত্র একটি গোরু ও একটি ছাগল মারা গেছে। প্রাণীবন্ধু, প্রাণী মিত্ররা সঙ্গে সঙ্গে আমাদের ছবি সহ রিপোর্ট পাঠিয়েছেন। আর সবংয়ের এই আবেদনপত্র আমিও দেখেছি। আতঙ্কে ছাগল মরলো, আর উনি বুঝলেন কীভাবে জানিনা।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − three =

Most Popular

Video thumbnail
Jyotipriya Mallick | হাড়-মাংস-কিডনি-লিভার, জামিনে বালুর হাতিয়ার
00:00
Video thumbnail
Lok Sabha election 2024 | কলকাতা টিভিতে মুখোমুখি সৌমিত্র খাঁ ও সুজাতা মন্ডল, কী বললেন শুনে নেব
00:00
Video thumbnail
Arjun Singh | বিবাহ তিরে বিদ্ধ অর্জুন সিং, অভিরূপ সিং অর্জুনের পুত্র দাবি সোমনাথ শ্যামের
00:00
Video thumbnail
Suvendu Adhikari | '২৩ তারিখ ঘাটালের হিরোকে জিরো করবে', দেবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর
00:00
Video thumbnail
Adhir Ranjan Chowdhury | 'হঠাৎ করে সমীকরণ বদলে যায় দিদির', কার্তিক মহারাজ ইস্যুতে অধীরের তোপ
02:39
Video thumbnail
Raj Bhavan | রাজভবনের ৩ কর্মীকে ফের তলব, হেয়ার স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ
02:02
Video thumbnail
Narendra Modi | 'ইসকন, রামকৃষ্ণ মিশনকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী', পুরুলিয়ায় মমতাকে নিশানা মোদির
11:22
Video thumbnail
Ghatal | ঘাটালে বিজেপির প্রচারে বাধার অভিযোগ, বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
00:43
Video thumbnail
Curd | দইয়ের সঙ্গে খাবেন না এই ৫ খাবার!
01:21
Video thumbnail
Ghatal | ঘাটালে বিজেপির প্রচারে বাধার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে
00:53