Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsবুদ্ধদেব গুহ-র গল্প 'প্রাপ্তি' এবার সিনেমার পর্দায়

বুদ্ধদেব গুহ-র গল্প ‘প্রাপ্তি’ এবার সিনেমার পর্দায়

Follow Us :

সাহিত্যিক বুদ্ধদেব গুহ কিছুদিন আগেই পরোলোক গমন করেন। তাঁর সৃষ্টির মাধ্যমে তিনি থেকে গেছেন অগণিত পাঠকের মনে।বুদ্ধদেব গুহ-র প্রথম প্রকাশিত উপন্যাস ‘জঙ্গলমহল’। এর পর তাঁর কলম থেকে একে একে বেরিয়ে এসেছে ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘চান ঘরে গান’, ‘বাংরিপোষির দু’রাত্রির’, ‘মাধুকরী’, ‘একটু উষ্ণতার জন্য’, ‘হলুদ বসন্ত’, ‘কোয়েলের কাছে’র মতো বিচিত্র আরণ্য-কথামালা।

আরও পড়ুন : কোভিড যোদ্ধাদের নিয়ে দাদাগিরি


এবার তাঁর লেখা ‘প্রেমের গল্প ‘ বই এর ছোট গল্প ‘প্রাপ্তি’ এবার সিনেমার রূপ নিচ্ছে। পরিচালক অনুরাগ পতি এই কাহিনি অবলম্বনে তৈরি করেছেন ছবি ‘প্রাপ্তি’।
মূলত এটি একটি প্রাক্তন প্রেমের গল্প। মালভূম এলাকার প্রেক্ষাপটে অসমাপ্ত প্রেমের গল্প ‘প্রাপ্তি’। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সমদর্শী দত্ত, প্রত্যুষা, দেবদূত ঘোষ, অনন্যা ভট্টাচার্য প্রমুখ। ছবিতে গান গেয়েছেন রেখা ভরদ্বাজ। হিন্দি ও বাংলার মিশেলে এই গান তৈরি হয়েছে। সুর করেছেন শ্রাবণ ভট্টাচার্য। এই ছবির শ্যুটিংয়ের কাজ শেষ, চলছে পোস্ট প্রডাকশনের কাজ। খুব শীঘ্রই এই মুক্তি পাবে বড় পর্দায়।

 

RELATED ARTICLES

Most Popular