Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsBank Loan: বার্ষিক আয় ৩ লক্ষের মধ্যে থাকলেই ক্ষুদ্র ঋণের সুবিধা, জানিয়ে...

Bank Loan: বার্ষিক আয় ৩ লক্ষের মধ্যে থাকলেই ক্ষুদ্র ঋণের সুবিধা, জানিয়ে দিল আরবিআই

Follow Us :

নয়াদিল্লি: বার্ষিক আয় ৩ লক্ষের মধ্যে থাকলেই ক্ষুদ্র ঋণের সুবিধা মিলবে৷ এক নির্দেশিকায় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এমনটাই জানিয়েছে৷ আগে এই ঋণ পেতে গেলে গ্রামীণ এলাকায় বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকা এবং শহরাঞ্চলে বার্ষিক আয় ১.৬০ লক্ষ টাকার সীমা ছিল। এখন ঋণ পেতে বার্ষিক আয়ের পরিমাণ বাড়িয়ে ৩ লক্ষ করায় বহু মানুষ উপকৃত হবে বলে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন৷ তাদের মতে, রিজার্ভ ব্যাঙ্কের আওতায় থাকা সমস্ত আর্থিক প্রতিষ্ঠানও একই নিয়মের ছাতার তলায় এল।

সোমবারে নির্দেশিকায় একগুচ্ছ নিয়ম বদল করা হয়েছে৷ ঋণের সুদের ঊর্ধ্বসীমার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে। ঋণের ক্ষেত্রগুলিকেও প্রসারিত করা হয়েছে। আগে শুধু আয়ের রাস্তা তৈরির জন্যই ক্ষুদ্র ঋণ পাওয়া যেত। এখন থেকে শিক্ষা, বাড়ি মেরামত, নতুন বা পুরনো দু’চাকার গাড়ি কেনা-সহ বিভিন্ন কারণেও ঋণ নিতে পারবেন গ্রাহকেরা। তবে, বার্ষিক আয় সর্বোচ্চ ৩ লক্ষ হতে হবে৷ এক ব্যাঙ্ক কর্তার মতে, এখন থেকে ব্যাঙ্কের মতো গ্রাহকের ঋণ পরিশোধের ইতিহাস দেখে সুদের হার ঠিক করতে পারবে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলি। ফলে যাঁরা নিয়মিত ঋণ পরিশোধ করেন, তাঁরা তুলনামূলক ভাবে কম সুদে ঋণ পাবেন।

অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, বার্ষিক সর্বোচ্চ আয় দেড় থেকে বাড়িয়ে তিন লক্ষ করায় বহু মানুষ ক্ষুদ্র ঋণ নিতে আগ্রহী হবেন৷ আগের থেকে এখন অনেক বেশি মানুষ ক্ষুদ্র ঋণ নেওয়ার সুযোগ পাবেন।এই ক্ষুদ্র ঋণ শিল্পের সামনে নতুন সুযোগ খুলে গেল।

 

RELATED ARTICLES

Most Popular