Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরবকেয়া বিদ্যুৎ বিল আদায় তৎপর হল রাজ্য সরকার

বকেয়া বিদ্যুৎ বিল আদায় তৎপর হল রাজ্য সরকার

Follow Us :

বিভিন্ন রাজ্য সরকারি সংস্থার কাছ থেকে এখনও প্রায় ৫০ কোটি টাকার ওপর বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে রাজ্যের। তাই সেই সমস্ত বকেয়া বিল আদায়ের জন্য মঙ্গলবার আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির কার্যালয়ে পৌঁছলেন রাজ্য বিদ্যুৎ দফতরের সচিব এস সুরেশ কুমার।

রাজ্য সরকারের বিদ্যুৎ দফতর প্রায় ৫০ থেকে  ৬০ কোটি টাকার মত পাবে রাজ্য বিভিন্ন সংস্থার কাছ থেকে। তাদের মধ্যে যেমন রয়েছে দুর্গাপুর পুরসভা। তেমনই রয়েছে আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি। আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির বোর্ডরুমে আজ এই বৈঠকে বিদ্যুৎ সচিব ছাড়াও  ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক বিভু গোয়েল, এডিডিএর সিইও সহ সংস্থার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্থি, এবং চেম্বার অব কমার্সের প্রতিনিধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আধিকারিকেরা।

এডিডিএ এছাড়াও রয়েছে দীর্ঘদিন বন্ধ হয়ে যাওয়া এমএএমসি কারখানাও। উল্লেখ্য, বিভিন্ন আইনি জটিলতার জন্য আদালতে বিচারাধীন রয়েছে এই সংস্থাটি। ওই সংস্থার আবাসনের  আবাসিকদের বিদ্যুৎ ও পানীয় জলের বিদ্যুৎ এখনও বকেয়া রয়েছে।

এই প্রসঙ্গে দুর্গাপুরের মেয়র জানান, কীভাবে বিদ্যুৎ বিল মিটানো যায় তার কি পদ্ধতি রয়েছে এবং সেখানে কতটা ছাড় পাওয়া যাবে তার জন্য সরকারের কাছে  আবেদন করবেন। অন্যদিকে , মেয়র আরও বলেন,  পানীয় জল একটি গুরুত্বপূর্ণ পরিষেবা। দুর্গাপুরের বন্ধ হয়ে যাওয়া কারখানা এলাকায় যে সমস্ত আবাসিকেরা থাকেন  তাদের কে পানীয় জলের পরিষেবা দিতে গেলে প্রচুর বিদ্যুৎ খরচ হয়, এছাড়াও বিভিন্ন জায়গায় বিদ্যুতের পরিষেবা জলের পরিষেবা সবকিছু নিয়ে টাকা আদায়ের ক্ষেত্রে নানান সমস্যা রয়েছে সে গুলোকে দ্রুত মিটিয়ে বকেয়া বিদ্যুৎ টাকা দেওয়ার ব্যবস্থা তারা খুব শীঘ্রই করবেন।

জেলাশাসক বিভু গোয়েল বলেন, বিভিন্ন জায়গায় বিদ্যুতের কি অবস্থা রয়েছে তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রয়োজন। কোথায় কোথায় বকেয়া রয়েছে এবং তা আদায়ের ক্ষেত্রে কী কী জটিলতা রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যের বিদ্যুৎ দফতর পরিষেবা যাতে সুষ্ঠুভাবে দিতে পারেন তার জন্যই এই গুরুত্বপূর্ণ আলোচনা প্রয়োজন ছিল বলে জানান তিনি।

একদিকে যখন জিএসটি আদায় থেকে শুরু করে আর্থিক সহায়তা নিয়ে  কেন্দ্র-রাজ্যের বিবাদ দীর্ঘদিন ধরে এই চলছে, সেই পরিস্থিতিতে এই বকেয়া বিল আদায় রাজ্যেকে আর্থিক  কিছুটা হলেও মাইলেজ দেবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

RELATED ARTICLES

Most Popular