Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনঋষির কোলে একরত্তি রাহা, ছবি দেখে আবেগঘন ঠাকুমা নীতু
Neetu Kapoor on Raha

ঋষির কোলে একরত্তি রাহা, ছবি দেখে আবেগঘন ঠাকুমা নীতু

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দাদুর কোলে রণবীর কন্যা রাহার ছবি

Follow Us :

মুম্বই: দাদু ঋষি কাপুরের (Rishi Kapoor) কোলে রণবীর কন্যা রাহা (Raha Kapoor), সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এই ছবি বেশ ভাইরাল হয়েছে। এক ফ্যানপেজের তরফে এই ছবি এডিট করা করা হয়েছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, যদি ঋষি জি আমাদের সঙ্গে আজও থাকতেন এবং রাহার সঙ্গেও। ছবিতে প্রয়াত অভিনেতা ঋষি কাপুর নাতনি রাহার মুখের দিকে তাকিয়ে হাসছেন। মিষ্টি এডিটেড এই ছবি দেখে আবেগঘন হয়ে পড়েছেন ঠাকুমা নীতু কাপুর (Neetu Kapoor Singh)।

সোশ্যাল মিডিয়া এই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন আলিয়ার মা, অভিনেত্রী সোনি রাজদান লিখেছেন এটা খুব দুর্দান্ত একটা এডিট। আমাদের মন আনন্দে ভরে গেল। সোনির পোস্ট রি-শেয়ার করে নীতু লিখেছেন (Neetu Kapoor on Raha), এটা খুবই মিষ্টি।

আরও পড়ুন: আইনি নোটিস জারি হল শাহরুখ, অক্ষয়, অজয়ের বিরুদ্ধে!

প্রসঙ্গত ২০২০-র ৩০ এপ্রিল প্রয়াত হন ঋষি কাপুর। ঋষি ও নীতুর ছেলে রণবীর (Ranbir Kapoor) ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন অভিনেত্রী আলিয়া (Alia Bhatt)-কে। ২০২২ সালের ৬ নভেম্বর কাপুর পরিবারে আসে রাহা। ফলে নাতনিকে বাস্তবে কোলে নেওয়া হয়নি ঋষির। এডিটেড ছবিতে বিশেষ এই মুহূর্ত তাই মন ছুঁয়েছে সকলের।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments