মুম্বই: বিনোদনের দুনিয়ায় বড় চমক। ওটিটিতে আসছে (OTT Releases) বহু প্রতীক্ষিত বেশ কয়েকটি ফিল্ম। জনপ্রিয় ওটিটি মাধ্যমে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ৫টি ছবি। এক নজরে দেখে নিন কোন কোন ছবি বা সিরিজ মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই –
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৫)
‘হীরামাণ্ডি’ (Heeramandi): চলতি বছরের অন্যতম ছবি ‘হীরামাণ্ডি’। সঞ্জয় লীলা ভানশালি (Sanjay Leela Bhansali) পরিচালিত এটিই প্রথম ওয়েব সিরিজ। মণীশা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দারি প্রমুখ জনপ্রিয় অভিনেত্রী অভিনীত বিগ বাজেট এই পিরিয়ডিক ড্রামাটি খুব শীঘ্রই ওটিটিতে আসছে।
‘দো পত্তি’ (Do Patti): কাজল ও কৃতী শ্যানন অভিনীত থ্রিলার ঘরানার এই ফিল্ম খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। এই ছবিতেই প্রথমবার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কাজলকে। অন্যদিকে কৃতী শ্যাননকেও এক ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে।
‘মান্ডালা মার্ডার্স’ (Mandala Murders): এটি যশরাজ ফিল্মসের দ্বিতীয় ওয়েব সিরিজ। মুখ্য চরিত্রে অভিনয় করছেন বাণী কাপুর। গৌপী পুথরান পরিচালিত এই ফিল্ম ২ গোয়েন্দাকে ঘিরে তৈরি হয়েছে। গোপন সমাজের সঙ্গে যুক্ত একের পর এক মৃত্যু রহস্যের সমাধান করতে দেখা যাবে তাদের।
আরও পড়ুন: টলিউডে একগুচ্ছ চমক, জেনে নিন আসছে কোন কোন সিনেমা
‘মার্ডার মুবারক’ (Murder Mubarak): ১৫ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই ছবি। ক্রাইম থ্রিলার ঘরানার এই ফিল্মে একসঙ্গে কাজ করেছেন করিশ্মা কাপুর, ডিম্পল কপাডিয়া, সারা আলি খান ও বিজয় ভর্মা।
‘ফির আয়ি হাসিন দিলরুবা’ (Phir Aayi Haseen Dilruba): ২০২১ সালে ওটিটিতে মুক্তির পর রীতিমতো ঝড় তুলেছিল বিনিল ম্যাথুর সিনেমা ‘হাসিন দিলরুবা’। সিনেমাটিতে ‘রানি’ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তাপসী পান্নু। এবার আসছে ছবিটির সিকুয়েল ‘ফির আয়ি হাসিন দিলরুবা’। ফের মুখ্য চরিত্রে ফিরছেন বিক্রান্ত ম্যাসি, তাপসী পান্নু। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সানি কৌশলকেও। কণিকা ঢিলোঁর লেখা ও সহ প্রযোজনায় এই ফিল্ম খুব শীঘ্রই দেখা যাবে নেটফ্লিক্সে।
আরও খবর দেখুন