ব্রাসিলিয়া: বাবা হলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার (Neymar)। কন্যাসন্তানের বাবা হলেন তিনি। ব্রাজিল সুপারস্টারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি (Bruna Biancardi) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। শনিবার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নেইমার। সেখানে ছবিতে নেইমার ও তাঁর বান্ধবী সঙ্গে সদ্যোজাতকে দেখা যাচ্ছে। সদ্যোজাতের নাম মাভি রাখা হয়েছে।
বাবা হওয়ার আনন্দে নেইমার লিখেছেন, আমাদের জীবন পরিপূর্ণ করতে এসেছে মাভি। স্বাগত কন্যা। তোমায় ভীষণ ভালবাসি। আমাদের বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। ব্রুনাও ইনস্টাগ্রামে সদ্যোজাতের ছবি পোস্ট করেছেন।
আরও পড়ুন: ফের নিজস্ব বিমানকেই গুলি করে নামাল রাশিয়া
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় খুশির খবর বয়ে গিয়েছে। একের পর এক প্রতিক্রিয়া এসেছে নেইমার দম্পতির জন্য। নেইমার ও বিয়ানকার্ডি এপ্রিল মাসে ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন। সেই সময় নেইমার লিখেছিলেন, আমরা তোমার জীবনের জন্য স্বপ্ন দেখেছি। তোমার আসার জন্য পরিকল্পনা করেছি। আমাদের ভালোবাসা সম্পূর্ণ করতে তোমার আগমন ঘটবে। একটি খুব সুন্দর পরিবারে তোমার আবির্ভাব হবে। সেখানে তোমার দাদা ও দাদু দিদা রয়েছে। কাকা কাকিমা রয়েছে। সবাই তোমার অপেক্ষায় রয়েছি। নেইমার ও ব্রুনা নিজেদের সম্পর্কের কথা ২০২২ সালে প্রকাশ্যে আনেন। এবার এল কন্যাসন্তান। আল হিলাল সুপারস্টার ফের হলেন বাবা।
Nossa Mavie chegou pra completar as nossas vidas ❤️🙏🏼
Seja bem-vinda, filha!
Você já é muito amada por nós.. obrigada por ter nos escolhido ✨#BrunaBiancardi pic.twitter.com/0BjF2o0xAL— Neymar Jr (@neymarjr) October 7, 2023
আরও খবর দেখুন