Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকNorth Korea: ফের শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

North Korea: ফের শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

Follow Us :

পিয়ংইয়্যাং: দক্ষিণ চীন সাগরে আমেরিকার নৌ-বাহিনীর মহড়া শেষ হতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া৷ রবিবার সকালে কিম জঙ উনের দেশ সমুদ্রে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে৷ দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে৷ তবে কতদূর পর্যন্ত মিসাইলটি ছোড়া হয়েছে এবং এর রেঞ্জ কত ছিল ইত্যাদি বিষয়ে কিছু বলা হয়নি৷

একদিকে খাদ্যসঙ্কট অন্যদিকে এই প্রথম উত্তর কোরিয়ায় ভয়াবহ চেহারা নিয়েছে করোনা মহামারী৷ তাসত্ত্বেও মিসাইল পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রাখেনি উত্তর কোরিয়া৷ এই বছর তারা ১৮ বার মিসাইল পরীক্ষা করে নিজেদের রেকর্ড ভেঙেছে৷ কিছুদিন আগে দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে দক্ষিণ চীন সাগরে নৌ-বাহিনীর মহড়া করে৷ তিনদিন ধরে চলে সেই মহড়া৷ তারপরই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে বিশ্বের নজর কেড়েছে উত্তর কোরিয়া৷ আন্তর্জাতিক মহলের আশঙ্কা, খুব তাড়াতাড়ি পরমাণু বোমা পরীক্ষার দিকে এগোচ্ছে পিয়ংইয়্যাং৷ তেমনই লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে৷

২০০৬ সালে প্রথম এই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া৷ শেষবার তারা ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষা করেছিল ২০১৭ সালে৷ অতীতে পিয়ংইয়্যাং জানিয়েছিল, বাধ্য হয়েই তারা এই পদক্ষেপ করে৷ এর জন্য তারা আমেরিকাকেই দায়ী করে৷ ২০১৯ সাল থেকে পিয়ংইয়্যাং এবং ওয়াশিংটনের মধ্যে নিউক্লিয়ার আলোচনা স্থগিত৷ এই পরিস্থিতিতে সামরিকভাবে নিজেদের শক্তিশালী করতে বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দিকে ঝোঁকে উত্তর কোরিয়া৷

আরও পড়ুন: Zero Shadow Day: মানুষের ছায়া মাটিতে পড়বে না, রবিবার কখন সেই মুহূর্ত!

RELATED ARTICLES

Most Popular