বেলগোরোদ: ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিয়ে ক্র্যাশ করেছে রাশিয়ার (Russia) সামরিক বিমান আইএল-৭৬ (IL-76)। বুধবার একথা জানাল ক্রেমলিন। তাদের দাবি ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের নিয়ে ইউক্রেন (Uikraine) সীমান্তে বেলগোরোদ (Belgorod) অঞ্চলে ভেঙে পড়েছে ওই যুদ্ধবিমান। ভিডিওতে বিমানটির ভেঙে পড়ার দৃশ্য দেখা গেলেও সেই ভিডিওর সত্যতা যাচাই হয়নি এখনও।
বুধবার রুশ সংবাদমাধ্যম আরআইএ-নোভোস্তি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে বলেছে, “মস্কোর সময় অনুযায়ী সকাল ১১টা নাগাদ নিয়মমাফিক উড়ানের সময় বেলগোরোদ অঞ্চলে ভেঙে পড়ে একটি আইএল-৭৬ সামরিক বিমান। ছ’ জন ক্রু সদস্য এবং তিনজন এসকর্ট ছাড়াও বিনিময়ের জন্য নিয়ে যাওয়া ৬৫ জন ইউক্রেনীয় সেনাকর্মী ছিল ওই বিমানে।”
আরও পড়ুন: হংকং-কে ছাপিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজার ভারত
কোনও নামী আন্তর্জাতিক সংবাদমাধ্যম এখনও এই খবরের সত্যতা নিশ্চিত করেনি। রিজিওনাল গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ অবশ্য সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বিমানটি কোরোচানস্কি জেলায় ভেঙে পড়েছে। তিনি এও বলেন, অকুস্থলে চলে গিয়েছে তদন্তকারী দল এবং এমার্জেন্সি পরিষেবা দল, আমি আমার কাজের সূচি বদল করে ওই জেলায় চলে এসেছি।
এদিকে প্রাথমিকভাবে মস্কোর এই দাবিতে কোনও সাড়া দেয়নি ইউক্রেন। পরে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে, বিমানটি তারাই নামিয়েছে, তাতে ক্ষেপণাস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। স্বদেশীয় যুদ্ধবন্দিদের থাকার তত্ত্ব স্বীকার করেনি কিয়েভ।