কলকাতা: বাম আমলে চিরকুট দিয়ে কখনও কোনও চাকরি হয়নি। বরং কংগ্রেস জমানায় মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের সময়ে সিগারেটের প্যাকেটে লিখে চাকরি হয়েছে। এসএফআইয়ের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে এভাবেই বাম আমলের নিয়োগে নিজেদের ভাবমূর্তির স্বচ্ছতায় সওয়াল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর।
শিক্ষা দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তৃণমূলের মহাসচিব গ্রেফতার হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছেন, বাম আমলে চিরকুট দিয়ে চাকরি হত। একাধিক সমাবেশে তিনি বলেন, খুলব নাকি সব ফাইল? সেই অভিযোগের জবাবেই এদিন প্রবীণ সিপিএম নেতা বিমান বসু দাবি করেন, বাম জমানায় চিরকুটে চাকরি হয়নি। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও এর আগে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, বাম আমলে চিরকুটে কটা চাকরি হয়েছে, তা প্রমাণ দিন।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সরব বামেরা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগকে হাতিয়ার করে পথে নেমেছে বাম ছাত্র সংগঠন এসএফআই। একই সঙ্গে নিয়োগ ক্ষেত্রে নিজেদের নিষ্কলঙ্ক প্রমাণ করতে ছাত্র সমাবেশের মঞ্চ থেকে শিক্ষক নিয়োগে ‘চিরকুট তত্ত্ব’ খারিজ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান।
আরও পড়ুন: Fake News-West Bengal: গত বছর বাংলায় ফেক নিউজ ছড়ানোর অভিযোগ ছিল সব চেয়ে বেশি
অন্যদিকে মোদি সরকারের জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবি এসএফআইয়ের। নতুন শিক্ষানীতিতে প্রত্যক্ষভাবে আরএসএসের প্রভাব রয়েছে বলেও মনে করে ভারতের ছাত্র ফেডারেশন। দেশের দুই প্রান্ত থেকে ছাত্র জাঠা নয়া শিক্ষানীতি পরিবর্তনের দাবিতে মিছিল করে আসে কলেজ স্ট্রিটের ছাত্র সমাবেশে। এদিন এসএফআইয়ের ছাত্র সমাবেশে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে চোর অপবাদে স্লোগানও ওঠে। সমাবেশে ভিড় চোখে পড়ার মতো।
পরে নিজের বক্তব্যে তৃণমূলের সবাই চোর নয় বলে নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সরব হন বিমান বসু। ইতিমধ্যেই এসএফআইয়ের উদ্যোগে রাজ্যের সব স্তরের মানুষের মতামত নিয়ে বিকল্প শিক্ষানীতির খসড়া তৈরি হয়েছে। এদিন ছাত্র সমাবেশের মঞ্চে তা প্রকাশ করা হয়।