কলকাতা: সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে মুখ খোলায় শো-কজ করে সোমবার সকালে কুণাল ঘোষের কাছে চিঠি পাঠিয়েছে দলীয় নেতৃত্ব। তবে সেই সেই চিঠি এখনও পড়েননি তিনি। গান শুনছিলেন। বিকেলে সাংবাদিক বৈঠকে করে জানান তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ। এমনকী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সন্ধ্যায় তাঁর বাড়িতে চা খেতে যাচ্ছেন বলেও জানিয়ে দিলেন তিনি। সুদীপের আমন্ত্রণেই তিনি যাচ্ছেন বলেই জানান তিনি।
এদিনই কুণালের কাছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সই করা শো-কজের চিঠি পৌঁছেছে। সেই চিঠি এখনও পড়েননি বলেই জানান কুণাল। তিনি বলেন, শোকজের চিঠি এখনও পড়িনি। গান শুনছিলাম। এর পর দু কলি গানও শোনা যায় তাঁর গলায়, মেরে প্রেমপত্র পড়কর, তুম নারাজ না হোনা। তিনি আরও জানান, সকাল থেকে অনেক মেসেজই এসেছে তাঁর হোয়াটসঅ্যাপে। কিন্তু সব মেসেজ পড়া হয়নি। এর মধ্যে পুরনো বান্ধবীর মেসেজ করেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: এজলাস ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়, ভিড়ে চোখে জল অনেকের