Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাKolkata Municipal Election 2021: ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট, জারি বিজ্ঞপ্তি

Kolkata Municipal Election 2021: ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট, জারি বিজ্ঞপ্তি

Follow Us :

কলকাতা: কলকাতা পুরসভায় নির্বাচনের (Kolkata Municipal Election) বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ থেকেই শুরু হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। ১ ডিসেম্বর অবধি মনোনয়ন জমা দেওয়া যাবে। ২ ডিসেম্বর মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতা পুরসভায় (Kolkata Municipal Election) নির্বাচন হবে। ২২ ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে হবে। 

আজ থেকেই কলকাতায় নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাচ্ছে। হাওড়া পুরসভা সংশোধনী বিলে সই করেননি রাজ্যপাল জগদীপ ধনখড়৷ সে কারণেই আপাতত হাওড়ায় ভোট হচ্ছে না। বিধানসভায় বিলটি পাস হওয়ার পর সংসদীয় নিয়ম অনুযায়ী রাজ্যপালের কাছে সইয়ের জন্য পাঠানো হয়েছিল৷ কিন্তু, বুধবার তাতে সই না করে ফিরিয়ে দিলেন রাজ্যপাল৷ যার ফলে আরও জটিল হল পরিস্থিতি৷ রাজ্যপাল এই সংশোধনী বিলে সই করলে সেটি আইনে পরিণত হবে। বিলটি আইনে পরিণত না হওয়ায় হাওড়ায় পুরভোট হচ্ছে না আপাতত। 

কলকাতা পুরসভায় ভোটের দিন ঘোষণা করা হলেও রাজ্যের বাকি পুরসভাগুলির ভোট নিয়ে কিছু জানায়নি কমিশন। রাজ্যের সব পুরসভায় কেন একসঙ্গে ভোট হচ্ছে না, সেই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। আদালতে হলফনামা দিয়ে রাজ্য সরকার জানায়, কলকাতায় এবং হাওড়ার অধিকাংশ মানুষ টিকার দুটি ডোজ পেয়েছেন। সে কারণেই এই দুই পুর এলাকায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাপে ধাপে রাজ্যের বাকি পুরসভাগুলিতেও ভোট হবে। 

আরও পড়ুন: Exclusive: মাদক মামলায় রাকেশ সিংকে জামিন, রায়ের বিরোধিতায় সুপ্রিম কোর্ট যাচ্ছে কলকাতা পুলিশ

বিধানসভা ভোটের আগে যে ভাবে রাজ্যজুড়ে বিজেপি ঝড় এবং তৃণমূল গেল গেল রব উঠেছিল, তাতে মনে করা হয়েছিল ২০২১-এ রাজ্যে পালাবদল হচ্ছে। কিন্তু সব হিসেবনিকেশ উল্টে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় ফেরে তৃণমূল। তার পর থেকেই বিজেপিতে ভাঙন তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে হতে চলেছে কলকাতা পুরসভায় নির্বাচন, যে পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১২৪টায় ছিল তৃণমূলের দখলে। ১৩টি সিপিএম এবং মাত্র ৫টি বিজেপির দখলে ছিল। বর্তমানে রাজ্যজুড়ে তৃণমূল ঝড়ের সামনে বিজেপি কটি ওয়ার্ড পায়, আর প্রায় হারিয়ে যাওয়া সিপিএম ছোট লালবাড়িতে নিজেদের উপস্থিতি জাহির করতে পারে কি না, সেটাই দেখার।  

RELATED ARTICLES

Most Popular