Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাহোমওয়ার্ক না ক্ষমতায় না-থাকা, সর্বপ্রথম তালিকা প্রকাশ করার পরই বামেদের নিয়ে শুরু...

হোমওয়ার্ক না ক্ষমতায় না-থাকা, সর্বপ্রথম তালিকা প্রকাশ করার পরই বামেদের নিয়ে শুরু গুঞ্জন

Follow Us :

কলকাতা: তারা রাজ্যে ক্ষমতায় নেই ৷  বলা ভাল, একটি আসনও তাদের কপালে জোটেনি ৷ এক কালে শাসন ক্ষমতায় থাকলেও আজ বহু দূরে থাকা সেই বামেরাই কোথায় যেন টক্কর দিয়ে দিল শাসক দল তৃণমূল (TMC) এবং রাজ্যের প্রধান বিরোধী বিজেপিকে (BJP)৷ সৌজন্যে, কলকাতা পুরসভা (Kolkata Municipal Election) ভোটের প্রার্থী তালিকা (Candidate List) ঘোষণা ৷

এখনও পর্যন্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি বিজেপি ৷ এই সপ্তাহে চূড়ান্ত হবে, এমন খবর দলের তরফেই নিশ্চিত করা যাচ্ছে না ৷ সন্দেহ নেই, এর কারণ কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে দলীয় নেতৃত্ব নিশ্চিত হতে না পারা ৷ বিধানসভা ভোটের আগে তৃণমূল-সহ অন্য দল থেকে একাধিক নেতাদের যোগদান করিয়ে, প্রার্থী করে তার ফল হাতেনাতে পেয়েছে বিজেপি ৷ দলের মধ্যেই একটা অসন্তোষ তৈরি হয়েছে ৷ তৃণমূল ছেড়ে আসা একাধিক নেতা ফের পুরনো দলে ফিরে যাওয়ায় শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ৷ আর সে জন্য অনেকটাই ধীরে চলো নীতি নিয়েছে গেরুয়া শিবির ৷ দলীয় স্তরে তীব্র হতে থাকে অসন্তোষ ধামাচাপা দেওয়ার চেষ্টাও করছে তারা ৷

আরও পড়ুন: Civic Polls: পুরভোট প্রচারের সময়সীমা বাড়াল কমিশন

অন্যদিকে, শাসক দল হলেও প্রার্থী তালিকা ঘোষণা করা নিয়ে কিছুটা আলোচনার পথে রয়েছে তৃণমূল ৷ বিশেষ করে এক পদ, এক প্রার্থী নীতি নিয়ে চিন্তাভাবনা করতে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর বেশ কয়েক দফা আলোচনার পরই প্রার্থী তালিকা প্রকাশ্যে আনবেন, তৃণমূল সূত্রে খবর এমনটাই ৷

আর এখানেই দুই প্রধান রাজনৈতিক দলকে পিছনে ফেলে দিয়েছে বামেরা ৷ তৃণমূল-বিজেপির আগে প্রার্থী তালিকা প্রকাশ করেছে ৷ এখানেই শেষ নয়, ১৬টি আসন অন্যদের ছেড়ে বাকি ১২৮টি আসনেই প্রার্থীর নাম জানিয়ে দিয়েছে ৷ বামেদের এই তালিকা প্রকাশের পর দুটি যুক্তি সামনে আনছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

প্রথমত, হতে পারে পুরভোটের বিষয় অনেক আগে থেকেই নিজেদের হোমওয়ার্ক সেরে রেখেছিল বামেরা ৷ আর সে জন্য ভোট ঘোষণার এক দিনের মধ্যেই তালিকা প্রকাশ করতে পারল ৷

আরও পড়ুন: পুরভোটে বামেদের প্রার্থী তালিকা, জোট না হলেও কংগ্রেস-আইএসএফকে ছাড়া হল আসন

অন্যদিকে, দ্বিতীয় যুক্তি, বিধায়ক-মন্ত্রীর কোনও পদেই নেই বাম ৷ প্রায় ১০ বছর আগে শেষ বারের মতো ক্ষমতা উপভোগ করেছিলেন নেতারা ৷ বামফ্রন্টের শেষ মন্ত্রিসভার অনেকেই আজ বেঁচে নেই ৷ অনেকে রাজনীতির বাইরে ৷ কেউ কেউ আবার দল বদল করেছেন ৷ ফলে, আজ দলে অনেকেই নতুন ৷ গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন প্রজন্মকে ৷ স্বাভাবিক ভাবেই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বেশি সময়-ভাবনা করতে হয়নি বামেদের ৷

RELATED ARTICLES

Most Popular