কলকাতা: তিলজলার (Tiljala) ফ্ল্যাট থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে, মৃত ওই পড়ুয়ার নাম ইপ্সিতা ঘোষ, বয়স ১৮। নবদ্বীপের বাসিন্দা।মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা বলে অনুমান পুলিশের। বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ নিজের ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোটও (Suicide Note)। সেখানে লেখা, আমি আর একাকিত্ব বহন করতে পারছি না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর, কিশোর সংঘ ক্লাবের কাছে একটি চারতলা আবাসনে থাকতেন ওই যুবতী। শহরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেডিক্যালের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। চলতি বছরেই পাশ করেছেন উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরেই চলে আসেন কলকাতায়। শুরু করেন ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি।
ওই ঘরে তাঁর সঙ্গে আরও একজন থাকতেন। কিন্তু, কিছুদিন আগেই তিনি ঘর ছেড়ে দেন। তারপর থেকে একাই থাকতেন তিনি। পুলিশের ধারণা, একাকিত্বই রয়েছে তাঁর মৃত্যুর মূলে। দেহ উদ্ধারের পরেই খবর দেওয়া হয় যুবতীর পরিবারে। খবর পেতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তিলজলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মনা তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। যদি ওই ঘটনার পিছনে অন্য কোন কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।