Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাCyclone Asani: অশনির প্রভাবে কলকাতা-শহরতলিতে ঝাঁপিয়ে বৃষ্টি

Cyclone Asani: অশনির প্রভাবে কলকাতা-শহরতলিতে ঝাঁপিয়ে বৃষ্টি

Follow Us :

কলকাতা: প্রত্যাশা মতোই বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝাঁপিয়ে নামল বৃষ্টি। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন সকাল থেকে মহানগর, হাওড়া, হুগলি জেলায় সকাল থেকেই বৃষ্টি চলছে। সঙ্গে জোরালো হাওয়া। বৃষ্টি ও হাওয়ার প্রভাবে তাপমাত্রাও অনেকটা নেমেছে। সকালে বৃষ্টিতে নাকাল হন অফিসযাত্রীরা। বৃষ্টির খবর পাওয়া গিয়েছে বিভিন্ন জেলা থেকেও।

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে হাওয়া অফিস বলেই দিয়েছিল দু-তিন ধরে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আকাশ প্রধানত মেঘলা থাকবে। কোথাও ভারী কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে। সেই মতো এদিন সকাল থেকে উত্তর থেকে দক্ষিণ কলকাতা ভিজল অশনির বৃষ্টিতে।

যদিও এই বৃষ্টিতে প্রবল ক্ষতির মুখে বাংলার কৃষকরা। মাঠে পড়ে রয়েছে পাকা ধান। বৃষ্টির জল জমলে সেই ধানের গোড়া পচে যাবে। অনেকে ধান কেটে নিলেও গোলায় তুলতে না পারায় মাঠেই পড়ে আছে ফসল। সেই ধানও নষ্টের আশঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের।

আরও পড়ুন- Cyclone Asani: সকাল থেকেই মুখ ভার আকাশের, শক্তি হারিয়ে এগোচ্ছে অশনি 

সকাল থেকে বৃষ্টিতে গঙ্গার জলস্তরও বেড়ে গিয়েছে। যদিও কোথাও জল জমার খবর এখনও পাওয়া যায়নি। কলকাতা পুরসভা আগাম সতর্কতা হিসেবে সমস্ত রকম ব্যবস্থা নিয়ে রেখেছে। কিন্তু জোয়ার চলাকালীন ভারী বৃষ্টি হলে শহর ডুববেই। শহরের সব পাম্পিং স্টেশনে যুদ্ধ তৎপরতায় কাজ চলছে।

RELATED ARTICLES

Most Popular