Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsKhela Hobe: উত্তরপ্রদেশে যোগী-সঙ্গ ত্যাগের হিড়িক, অখিলেশের টুইট ‘খেলা হবে’

Khela Hobe: উত্তরপ্রদেশে যোগী-সঙ্গ ত্যাগের হিড়িক, অখিলেশের টুইট ‘খেলা হবে’

Follow Us :

লখনউ:  ভোট যত এগিয়ে আসছে ততই ফাটল বাড়ছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh Assembly Election 2022) শাসক শিবিরে৷ পরপর মন্ত্রীদের পদত্যাগ হাসি ফোটাচ্ছে সমাজবাদী পার্টির (Samajwadi Party) মুখে৷ তার কারণ, বিজেপি ত্যাগী বিধায়ক-মন্ত্রীদের সাইকেলে সওয়ার হওয়ার সম্ভাবনাই প্রবল৷ এককথায়, নির্বাচনের আগে উত্তরপ্রদেশে জমে গিয়েছে ভোটের খেলা৷ বৃহস্পতিবার টুইট করে তাই অখিলেশ যাদবও লেখেন, ‘খেলা হবে’ (Khela Hobe)৷ 

পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে ‘খেলা হবে’ এখন ভিন রাজ্যে বিজেপি বিরোধী স্লোগানে পর্যবসিত হয়েছে৷ একুশের ভোটে নীল বাড়ি দখলের লড়াইয়ে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান তুমুল জনপ্রিয়তা পায়৷ বাচ্চা থেকে বুড়ো সবার মুখে একটাই কথা- ‘খেলা হবে’৷  বিধানসভা ভোটে তৃণমূলের কাছে বিজেপির বিপর্যয় বিরোধী দলগুলির কাছে ‘খেলা হবে’-র গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তোলে৷ তখন অখিলেশ যাদবও ‘খেলা হবে’-র অনুকরণে ‘খেলা হই’, ‘খদেড়া হইবে’ গান সামনে আনেন৷ লক্ষ্য একটাই৷ যোগী সরকারের বিতাড়ন৷ 

বৃহস্পতিবার যোগী মন্ত্রিসভা থেকে আয়ুষ মন্ত্রী ধরম সিং সাইনির পদত্যাগের পর টুইট করেন অখিলেশ৷ বিজেপি নেতার সঙ্গে নিজের একটি ছবি টুইট করে অখিলেশ লেখেন, ‘ধরম সিং সাইনিজির মতো যোদ্ধার আগমনে আমাদের ইতিবাচক এবং উন্নয়নশীল রাজনীতি আরও উৎসাহ এবং বল পাবে৷ সমাজবাদী পার্টিতে তাঁকে স্বাগত এবং অভিনন্দন৷ ২০২২-এ সৌহার্দ্যের জয় নিশ্চিত৷ খেলা হবে৷ 

 

আরও পড়ুন: UP Election 2022: তৃতীয় উইকেটের পতন, যোগীর মন্ত্রিসভা ছাড়লেন ধরম সিং সাইনি

মঙ্গলবার যোগী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন স্বামী প্রসাদ মৌর্য৷ তিনি বলেছিলেন, আরও ‘উইকেট’ পড়বে৷ তাঁর ভবিষ্যদ্বাণী সত্যি করে ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসেন দারা সিং চৌহান। আর দারার পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে যোগীর মন্ত্রিসভা ছাড়লেন ধরম সিং সাইনি। এর আগে এদিন সকালে বিজেপি ছাড়েন দলিত বিধায়ক মুকেশ বর্মা। তিনি বলেন, স্বামী প্রসাদ মৌর্য আমাদের নেতা। তিনি যে সিদ্ধান্তই নেবেন, আমরা সমর্থন করব। আগামী দিনে আরও অনেক নেতা আমাদের সঙ্গে যোগ দেবেন। 

নির্বাচন ঘোষণা হতেই উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কদের মধ্যে দল ছাড়ার হিড়িক পড়েছে। এই নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ৩ জন নেতা মন্ত্রিসভা থেকে পদত্যাগ এবং ৫ জন বিধায়ক দল ছাড়ার কথা ঘোষণা করেছেন৷ মনে করা হচ্ছে, সকলেই যোগ দিতে চলেছে সমাজবাদী পার্টিতে৷ আগামী লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন বিজেপি-র জন্য অ্যাসিড টেস্ট। এমত অবস্থায় যোগী মন্ত্রিসভার তিন সদস্য এবং ৫ বিধায়ক বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করায়, রাজনৈতিক পর্যবেক্ষকরাও বিস্মিত হয়েছেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Ranaghat | ভোটের আগেই মিঠুনের হাত ধরে তৃণমূল প্রার্থী মুকুটমণির স্ত্রী বিজেপিতে
03:15
Video thumbnail
Sera 10 | অন্ডালে অমিত শাহকে অভ্যর্থনা কয়লা মাফিয়ার !
19:19
Video thumbnail
Weather | কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৬ জেলায়
01:04
Video thumbnail
Arvind Kejriwal | 'মোদি ভোটে জিতলে মমতাকে জেলে পাঠাবেন', জামিনে মুক্তির পরই বিজেপিকে তোপ কেজরির
02:01
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব ৬) | তারকাদের কুর্সি-সভ্যতা
55:32
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ
02:14
Video thumbnail
Suvendu Adhikari | কেজরির মন্তব্যকে হাতিয়ার করে মমতাকে নিশানা বিরোধী দলনেতার
05:26
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | Dharmajuddha Damama | পঞ্চম দফার আগে ফের আরামবাগে প্রধানমন্ত্রী
11:38
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি
17:17
Video thumbnail
Pori Moni | স্বামীর সঙ্গে দূরত্বের মধ্যেই ফের মা হলেন পরীমণি
01:46