কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali) ১৪৪ ধারা (144 Section) খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এর ঘটনায় মুখ পুড়ল রাজ্য সরকারের। মঙ্গলবার এই মামলার শুনানিতে সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে ওই নির্দেশ বাতিল করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, মামলায় এমন কোনও নথি রাজ্য সরকার আদালতে পেশ করতে পারেনি, যার জেরে মানতে হবে গোটা থানা এলাকা ১৪৪ ধারা প্রয়োগের জন্য জরুরি ছিল। এবার তো গোটা কলকাতায় ১৪৪ ধারা জারি করে দেবেন। সন্দেশখালিতে (Sandeshkhali) ১৪৪ ধারা (144 Section) খারিজের পর আদালতের রায়কে স্বগত জানিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মুজমদার।
আরও পড়ুন: পঞ্জাব-হরিয়ানা সীমান্তে কৃষকদের উপর কাঁদানে গ্যাস
এদিন মামলার শুনানিতে বিচারপতি বলেন, সন্দেশখালিতে যে সব অভিযোগ সামনে এসেছে, সেটা হালকাভাবে নেওয়ার বিষয় নয়। অনেক গুরুতর অভিযোগ। মহিলারা নিরাপত্তার অভাব বোধ করছেন বলেও উল্লেখ করেন বিচারপতি। বিচারপতির বক্তব্য, ২ থেকে ৩ জায়গায় ১৪৪ ধারা জারি করা যেত, গোটা সন্দেশখালিতে জারি করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছে না আদালত। বিচারপতি সেনগুপ্ত বলেন, আরও ভালো ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেত। সন্দেশখালিতে ১৪৪ ধারার কোনও যৌতিকতা নেই। ১৪৪ ধারা জারি করতে হলে এলাকা নির্দিষ্ট করে চিহ্নিত করতে হবে। কোন কোন এলাকা উত্তেজনা প্রবণ সেটা নির্দিষ্ট করতে হবে পুলিশকে। নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা করতে চাইলে আবেদন করতে পারবে রাজ্য। ১৪৪ ধারা বাতিল করে মত বিচারপতির। ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি দিয়ে নজরদারি চালানোর কথাও বলেছেন বিচারপতি। সন্দেশখালিতে আরও বেশি সশস্ত্র বাহিনী মোতায়েন করতে বলেও নির্দেশ দিয়েছে আদালত।
অন্য খবর দেখুন