Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাCoal Scam | Moloy Ghatak | কয়লাপাচার কাণ্ডে ১৯ জুন মলয় ঘটককে...

Coal Scam | Moloy Ghatak | কয়লাপাচার কাণ্ডে ১৯ জুন মলয় ঘটককে তলব ইডি-র

Follow Us :

কলকাতা: কয়লাপাচার কাণ্ডে রাজ্য়ের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোরসমেন্ট ডিরেক্টরেট। আগামী ১৯ জুন দিল্লির সদর দফতরে মলয় ঘটককে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। সূত্রের খবর, প্রথম দুবার সময় দেননি আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক। এবার সশরীরে দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। গত ২২ সেপ্টেম্বর মলয়ের বাড়ি সহ তাঁর অফিসে তল্লাশি চালায় ইডি আধিকারিকেরা। আদালতের নির্দেশ ছিল, মলয়কে তলব করতে হলে তাঁকে সময় দিতে হবে। 

মার্চ মাসের শেষের দিকে কয়লা পাচার কাণ্ডে তাঁকে দিল্লিতে তলব করে ইডি। ডাকা হয় তাঁর আপ্ত সহায়ককেও। গত ২৯ মার্চ মলয়কে দিল্লির প্রত্যাবর্তন ভবনে ডাকা হয়। কিন্তু সেদিন হাজিরা দেননি রাজ্যের আইনমন্ত্রী। উল্টে তিনি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। প্রথম দফায় ১২ এপ্রিল পর্যন্ত মলয়কে মৌখিক রক্ষাকবচ দেয় আদালত। দ্বিতীয় দফায় সেই রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয় ২৬ এপ্রিল পর্যন্ত। তারপর ফের আরও ১৪ দিনের জন্য স্বস্তি পান তিনি।

আরও পড়ুন: Odisha | Coromandel Express | বালেশ্বরের দুর্ঘটনাস্থলে যাচ্ছে সিবিআই, বাতিল দূরপাল্লার ট্রেন

উল্লেখ্য, কয়লা কাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত বেশ কিছু তথ্যের পাশাপাশি কয়েক জনের বয়ান রেকর্ড করা হয়েছে গোয়েন্দারা। তদন্ত সূত্রে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তার স্ত্রী রুজিরাকেও (Rujira Banerjee) জেরা করেছে গোয়েন্দারা। পাশাপাশি তাদের হাতে উঠে আসে মলয় ঘটকের নাম। একাধিক অভিযুক্তের সঙ্গে কথা বলে তাঁরা নাম হাতে পেয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারীরা। তাঁকে এ ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত জরুরি বলে মনে করছেন তাঁরা।

RELATED ARTICLES

Most Popular