Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাMadhyamik Exam 2023: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে দেবে? জানিয়ে দিল মধ্যশিক্ষা...

Madhyamik Exam 2023: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে দেবে? জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

Follow Us :

কলকাতা: দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। এরই মধ্যে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ। আগামী ১৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই শিবিরগুলি থেকে নিজেদের স্কুলের পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ডগুলি সংগ্রহ করতে পারবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান বা তাঁর প্রতিনিধি। এর পর ১৫ ফেব্রুয়ারি থেকে তা স্কুলগুলি থেকে দেওয়ার বন্দোবস্ত থাকবে। কার্ডে কোনও ভুল-ত্রুটি থাকলে তা ২০ ফেব্রুয়ারির মধ্যে সংশোধন করতে হবে। মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (West Bengal Board of Secondary education) তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।

২০২৩ সালের  ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। চলবে ৪ মার্চ পর্যন্ত। ইতিমধ্যে কবে কী পরীক্ষা হবে সে রুটিন ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা ৪৫ থেকে। চলবে বেলা ৩ টে পর্যন্ত। প্রথম ১৫ মিনিট পড়ুয়ারা প্রশ্নপত্র পড়বে। পরের ৩ ঘণ্টা থাকবে লেখার জন্য।  ২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু। চলবে ৪ মার্চ পর্যন্ত। ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে ২৪ ফেব্রুয়ারি। পরের দিন, ২৫ ফেব্রুয়ারি ভূগোল। ২৮ ফেব্রুয়ারি পরীক্ষা হবে জীবনবিজ্ঞান বিষয়ের। ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ  ভৌতবিজ্ঞান এবং ৪ মার্চ  ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। যদিও মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনের কারণে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদলানো হয়েছে। ২৭ ফেব্রুয়ারির বদলে ১ মার্চ ইতিহাস পরীক্ষা হবে জানানো হয়েছে পর্ষদের তরফে। 

আরও পড়ুন:Tapash Mandal: শতরূপা, সৌভিক ও তাপসের শুনানি পিছল, ২২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি

মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তায় এবার একাধিক ব্যবস্থা নিচ্ছে পর্ষদ। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি (CCTV) বসানোর পাশাপাশি একাধিক কড়া পদক্ষেপ নেবে পর্ষদ। তাই ইতিমধ্যেই পরীক্ষাকেন্দ্রগুলিকে এবং স্কুলগুলিকে চিঠি দিয়ে জানিয়েছে পর্ষদ। এছাড়াও এবার পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারির জন্য নতুন একটি রিয়েল টাইম অ্যাপ (Real Time App) নিয়ে আসছে পর্ষদ। মূলত পরীক্ষাকেন্দ্র গুলির উপর নজরদারি করা হবে এই অ্যাপের মাধ্যমে। তবে কীভাবে এই অ্যাপ-এর মাধ্যমে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিচালনা করা হবে, তার জন্য বিশেষ প্রশিক্ষণ দেবে মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে অবগত করা হয়েছে।

পরীক্ষার দায়িত্বে যাঁরা থাকছেন, তাঁরা নিজেদের মোবাইলে অ্যাপটি ডাউনলোড করে সমস্ত তথ্য সরাসরি পর্ষদ কর্তাদের জানাতে পারবেন। এরফলে সহজেই প্রান্তিক এলাকায় থাকা স্কুলগুলিতে ঘটতে থাকা যে কোনও ঘটনা সহজে এবং দ্রুত জানতে পারবেন পর্ষদ। এর ফলে প্রশ্ন ফাঁস ও টোকাটুকির মতো ঘটনা আটকানো সম্ভব হবে। পর্ষদের এই বিজ্ঞপ্তিতে চার ধরনের পরীক্ষার সঙ্গে যুক্ত থাকা  কর্তাদের জন্য দেওয়া হয়েছে। আঞ্চলিক আধিকারিক, জেলার আহ্বায়ক, সেন্টার সেক্রেটারি এবং ভেনু সুপারভাইজারদের জন্য এই অ্যাপ ব্যবহার করা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে গোটা বিষয়টি তাঁদের বোঝানো হবে। পাশাপাশি ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি অফলাইনে এই অ্যাপ সম্পর্কে শেখানো হবে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Hasnabad BJP | হাসনাবাদে BJP নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ, ‘NSG-র রোবটিক ডিভাইস যাবে না?’
05:10
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | বাম ছাত্র সংগঠনের SSC ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার
16:37
Video thumbnail
Hasnabad BJP | হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণে জখম গৃহবধূ!
07:26
Video thumbnail
৪টেয় চারদিক | সন্দেশখালিতে শুভেন্দুর RDX তত্ত্ব, পাল্টা প্রশ্ন করে কমিশনকে চিঠি তৃণমূলের
39:03
Video thumbnail
Hasnabad BJP | হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, দিলীপ দাসকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
04:33
Video thumbnail
Sandeshkhali TMC | সন্দেশখালিতে CBI-NSG, মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ তৃণমূলের
06:01
Video thumbnail
TMC | সাংবাদিক বৈঠক থেকে কী বলল তৃণমূল, দেখুন ভিডিও
01:31
Video thumbnail
Sandeshkhali CBI | জমি দখলের অভিযোগের তদন্তে সরবেড়িয়ার একাধিক জায়গায় সিবিআই
05:00
Video thumbnail
Mamata Banerjee | 'পুলিশকে খলিস্তানি বললেও প্রতিবাদ করেননি কেন?' : মমতা
24:05
Video thumbnail
Sandeshkhali CBI | পোর্টালে অভিযোগ পেয়ে ফের সন্দেশখালিতে সিবিআই
03:21