Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsমিজোরামের ভোট গণনা সোমবার

মিজোরামের ভোট গণনা সোমবার

আচমকাই পিছিয়ে গেল গণনা

Follow Us :

নয়াদিল্লি: হঠাৎই পিছিয়ে গেল মিজোরামের ভোট গণনার দিন। একটি বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন শুক্রবার জানিয়েছে, রবিবার রাজস্থান, তেলঙ্গানা, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের ভোটের ফল ঘোষণা হলেও মিজোরামের ভোট গণনা হবে সোমবার।

এর কারণ হিসেবে বলা হয়েছে, মিজোরামের ৯৭ শতাংশ বাসিন্দা খ্রিস্টান এবং রবিবার তাঁদের কাছে একটা পবিত্র দিন। তাই রবিবার ভোট গণনা নিয়ে আপত্তি জানিয়েছিল প্রায় সব কটি রাজনৈতিক দল। বিভিন্ন মহল থেকে ভোট গণনার দিন পরিবর্তন করার অনুরোধ করা হয় নির্বাচন কমিশনকে। একই দাবি ছিল বিভিন্ন খ্রিস্টান সংগঠনেরও। তারপরেই ভোট গননার দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এর আগেও ভোট গণনার দিন বদল নিয়ে বেশ কয়েকবার আবেদন করা হয়েছিল। কিন্তু সেই দাবিকে মান্যতা দেয়নি কমিশন। এরপর ভোট গণনার তারিখ বদলানোর দাবিতে আইজলে সভা করে একাধিক সংগঠন। তাদের আবেগকে মর্যাদা দিয়েই শেষ পর্যন্ত নির্বাচন কমিশন রবিবারের বদলে সোমবার ভোট গণনার কথা ঘোষণা করল।

মিজোরাম বিধানসভায় ৪০টি আসন। গত ৭ নভেম্বর এক দফায় মিজোরামের ৪০টি আসনের জন্য ভোট গ্রহণ করা হয়। সেখানে ৮০ শতাংশের বেশি ভোট পড়ে। ১৭৪ জন প্রার্থীর ভোটের ভাগ্য নির্ধারিত হবে ৪ ডিসেম্বর।

RELATED ARTICLES

Most Popular